সিলেটবুধবার , ২৩ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিশু নিপীড়ন আড়ালের দায়ে অভিযুক্ত খ্রিস্টীয় ধর্মগুরু

Ruhul Amin
মে ২৩, ২০১৮ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ক্যাথলিকদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মগুরু আর্চ বিশপ ফিলিপ উইলসনকে শিশু নিপীড়নের অভিযোগ গোপন করার জন্য দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার আদালত। সত্তরের দশকে সহকর্মী জেমস ফ্লেচার শিশুদের ওপর যৌন নিপীড়ন করলে তা আড়াল করতে চেষ্টা করেন দেশটির আদেলায়েদ শহরের এ ধর্মগুরু । সেসময় ভুক্তভোগী হিসেবে থাকা যাজকের সহকারী পিটার ক্রেইগ এ বিষয়ে আদালতে তার বক্তব্য তুলে ধরেন। যদিও পুরো বিষয়টি নিয়ে এক বিবৃতিতে উইলসন বলেন, রায়ের বিষয়টি অত্যন্ত হতাশাব্যঞ্জক। যদিও গত মাসে শুনানি চলাকালে জেমস ফ্লেচার সম্পর্কে তিনি কিছু জানেননা বলেও দাবী করেন এ ধর্মগুরু।

তবে তার এ বক্তব্যটি সত্য নয় বলে দাবি করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রবার্ট স্টোন। তার ভাষ্যমতে, গির্জার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এ কথা বলেছেন উইলসন।

উল্লেখ্য, ২০০৪ সালে কারাগারে মৃত্যুবরণ করা ফ্লেচারের বিরুদ্ধে ৯জনকে নিপীড়নের অভিযোগ উঠে। এদিকে, তার বিরুদ্ধে এ অভিযোগ আড়ালের চেষ্টায় আগামী জুন থেকে তার দুইমাসের কারাদন্ড হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম