সিলেটশুক্রবার , ২৫ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ এক ফোঁটা পানিও আনতে পারেনি: ফখরুল

Ruhul Amin
মে ২৫, ২০১৮ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগ সরকার গত ৯ বছর ধরে ক্ষমতায় থাকলেও ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে  এক ফোঁটা পানিও আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরে তিস্তা চুক্তির ব্যাপারে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর গুলশানে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে ফখরুল এসব কথা বলেন। জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফখরুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে শুক্রবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে গেছেন। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এরপর নরেন্দ্র মোদির সঙ্গে এক ঘণ্টা বৈঠকও করেছেন শেখ হাসিনা। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে না জানালেও তিস্তা চুক্তি প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তিস্তা নদীর পানির হিস্যা এখনো পাইনি। যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, তখনই তারা বলেছিল তিস্তা নদীর চুক্তি এখন সময়ের ব্যাপার। অথচ আজকে দীর্ঘ নয় বছর হয়ে গেল কিন্তু তিস্তা নদীর এক ফোঁটা পানির ব্যাপারে কোনো চুক্তি হয়নি।’

ফখরুল বলেন, ‘শুধু তিস্তা নয় অভিন্ন ১৫৮টি নদী রয়েছে সেই নদীগুলোর পানির হিস্যার কোনো চুক্তি এখন পর্যন্ত হয়নি। অথচ দেখা যাচ্ছে সামরিক চুক্তি হচ্ছে, সীমান্ত চুক্তি, সীমান্তে আমাদের মানুষদের যে হত্যা করা হয় সে চুক্তি বাদ দিয়ে ট্রানজিট চুক্তি হচ্ছে। বিভিন্ন বন্দর হচ্ছে।’

ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান ফখরুল। জনগণকে ‘বোকা’ না বানানোর আহ্বানও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যরা প্রচার চালাতে পারবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, ‘সংসদ সদস্যরা যদি নির্বাচনী প্রচারণায় অংশ নেয় তাহলে এই বিধি সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই আমরা এর বিরোধিতা করছি।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ড. টিআইএম ফজলে রাব্বির সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ঐক্যজোট (একাংশ) চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব,  মুসলিম লীগ সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টি মহাসচিব এমএম আমিনুর রহমান,  খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব শেখ গোলাম আজগর, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশের) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ ভাসানী সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, বিজেপি ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মুহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টি সভাপতি আবু তাহের চৌধুরী, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।