সিলেটশনিবার , ২৬ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে ডি লিট গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

Ruhul Amin
মে ২৬, ২০১৮ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল নিজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেয়। কবি কাজী নজরুলের আদর্শ অনুযায়ী শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সংস্কারে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে ডি লিট দেয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে তিনি সম্মাননা সনদ গ্রহণ করে তা পুরো বাঙালি জাতিকে উৎসর্গ করেন। খবর: বাসস ও ইউএনবি।

সমাবর্তনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাধন চক্রবর্তী স্বাগত বক্তব্য দেন। এ সময় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিও উপস্থিত ছিলেন।

পরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ দেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তিনি আসেননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল শুক্রবার দু’দিনের সরকারি সফরে ভারতে যান শেখ হাসিনা।

সফরের প্রথম দিনে ভারতে পৌঁছেই কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনের শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন এই বিশ্ববিদ্যালয়েন সমাবর্তনেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।