সিলেটবৃহস্পতিবার , ৩১ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ফলাফল প্রকাশ

Ruhul Amin
মে ৩১, ২০১৮ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

গতকাল বেলা ২টায় ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ১৪৩৮-৩৯ হিজরী মোতাবেক ২০১৭-১৮ইং শিক্ষাবর্ষের প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে ইত্তিফাকের কার্যালয় আরজাবাদ জামিয়ায় এক সভার আয়োজন করা হয়। ইত্তিফাকের সভাপতি মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা লুকমান মাযহারীর সঙ্ছালনায় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল কুদ্দুস ১ম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করেন।

তিন মারহালা মুতাওয়াসসিতা(মিজান) হিফজ ও নাজেরায় বালক-বালিকা মোট পরীক্ষার্থীর সংখ্যা হল ১৭৮৮জন। সর্বমোট পাশের হার হল শতকরা ৯৫.৫২জন।মুতাওসসসিতা(মিজান)-এ বালক পরীক্ষার্থী হল ৪২১জন। বালিকা ১৪৬জন। মোট ৫৬৭জন। মুতাওয়সসিতা বালক পাশের হার শতকরা ৯৩.৩৪জন।মুতাওসসিতা বালিকা পাশের হার শতকরা ৮৬.৩০জন।

হিফজ বালক পরীক্ষার্থীর সংখ্যা হল ৬৬০জন। বালিকা ১৫জন। হিফজ বালক পাশের হার শতকরা ৯৫.৪৫জন। হিফজ বালিকা পাশের হার শতকরা ১০০জন। নাযেরা বালক পরীক্ষার্থীর সংখ্যা ৫১৩জন। নাযেরা বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ৩৩জন। নাযেরা বালক পরীক্ষার্থীদের পাশের শতকরা ৯৯.৯৬জন। নাযেরা বালিকা পাশের হার শতকরা ৯৬.৯৬জন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মিরপুর মহিলা মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস, মুসলিম বাজার মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল ওয়াহিদ কাসেমী, ইদারাতুল মাআরিফের মহাপরিচালক মুফতী হামেদ যাহেরী, হামিউস সুন্নাহ মাদরাসার মহাপরিচালক মাওলানা আখতারুজ্জামান, ভাসানটেক মোহাম্মদীয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল লতিফ ফারুকী, ইলমুল ইলাহী মাদরাসার মহাপরিচালক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুফতী ইলিয়াস, মাওলানা আবুল খায়ের, মাওলানা আদনান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফখরুদ্দীন ও মাওলানা রবিউল ইসলাম প্রমূখ।