সিলেটশনিবার , ২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দারুল কিরাত আল মাদানিয়ায় তালিম দিলেন ক্বারী আবুল হাসান আজমী

Ruhul Amin
জুন ২, ২০১৮ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: রামাযানুল মোবারকে পবিত্র কুরআনের বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্য সিলেট এসেছেন দারুল উলূম দেওবন্দ ভারতের সাবেক কেরাত বিভাগীয় প্রধান, রাবেতা আলমে ইসলামীর মেম্বার, বহুগ্রন্থ প্রণেতা আল্লামা আবুল হাসান আজমী। তিনি দারুল কিরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড সিলেটের প্রধান কেন্দ্র নগরীর উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় কেরাতের সর্বোচ্চ ক্লাস ‘সনদ জামাত’র প্রশিক্ষণার্থীদের এ বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন।
আজ ১৬রামাযান, ২জুন শনিবার, বাদ জুহর বিশেষ প্রশিক্ষণ প্রদানপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্বনন্দিত আলেমেদীন, শায়খুল কুররা আল্লামা আবুল হাসান আজমী বলেন- আল কুরআন চর্চাকারীদের মহান আল্লাহ অনেক অনেক ভালোবাসেন। কুরআন নাজিলের মাস পবিত্র রামাযানে যারা সিয়াম পালনের পাশাপাশি কুরআনের বিশুদ্ধচর্চা ও নির্ভুল তেলাওয়াত শিখতে সময় ব্যয় করে তারা অবশ্যই সৌভাগ্যবান মানুষ। এমন মহত কাজের জন্য মোমিনদেরকে উদ্বোদ্ধ করতে হবে। বোর্ডের মহাপরিচালক কারী মাওলানা হুমায়ূন কবীর বাবরের সভাপতিত্বে এবং প্রধান কেন্দ্রের পরিচালক হাফেজ মাওলানা মনজুরে মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা আবুজাফর কাসিমী, আলহাজ্ব সাইফুল ইসলাম, কারী মাওলানা ইজাদুর রহমান, কারী মাওলানা লুৎফুর রহমান, কারী মাওলানা নাজিফুল হক, কারী মাওলানা জুবায়ের আহমদ, কারী মাওলানা ইয়াসির আহমদ, কারী মাওলানা ইয়াসিন আহমদ, কারী মাওলানা কায়সান মাহমুদ আকবরী, কারী মিজানুর রহমান, কারী মুহাম্মদ আলী, কারী মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ। সভাপতির বক্তব্যে কারী মাওলানা হুমায়ূন কবীর বাবর বলেন, রামাজানের শিক্ষাকে কাজে লাগাতে আমরা কুরআন প্রশিক্ষণের এ উদ্যোগ নিয়ছি। আসুন আমরা সহী শুদ্ধভাবে কুরআনে কারীম তেলওয়াতে অধ্যবসায়ী হই।