Sylhet Report | সিলেট রিপোর্ট | জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম
রবিবার, ০৩ জুন ২০১৮ ০৫:০৬ ঘণ্টা

জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম

Share Button

জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম

হবিগঞ্জ প্রতিনিধি :: জামিন পেয়েছেন হবিগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম ।

রোববার বেলা ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট তৌহিদুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। এর আগে এডভোকেট রুহুল হাসান শরীফসহ শতাধিক আইনজীবি এ জামিন আবেদনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে ইউকে ভিত্তিক চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ধরে এনে থানায় রাতভর বেধড়ক মারপিট করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এর প্রতিবাদে সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদিকরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়।

এই সংবাদটি 1,010 বার পড়া হয়েছে