সিলেটসোমবার , ৪ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর যুব জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
জুন ৪, ২০১৮ ২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে রোববার নগরীর একটি অভিজাত রেষ্টেুরেন্টে নেতৃবৃন্দ বলেন, বদরের চেতনায় উজ্জিবীত হয়ে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামতে হবে।

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়ীবুর রহমান চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান, যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমীন নগরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুখতার আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা আব্দুল গফুর প্রধান, আতিকুর রহমান নগরী, মহানগর যুব জমিয়তের সহ সভাপতি মুফতি মুহাম্মদ জাকারিয়া খান, আফজল হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, যুগ্ম সম্পাদক মোঃ কাওসার আহমদ, আব্দুর রব, বাহারুল আমিন, আবু সুফিয়ান,হোসাইন আহমদ চৌধুরী,জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন খান, সিলেট জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমিন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক দিদার ইবনে লস্কর,হাফিজ মনোয়ার হোসেন, ফয়সল আহমদ, সাজ্জাদ হোসেন রুমন প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। পবিত্র এই মাসে বেশি বেশি করে আমাদেরকে নেক আমল করতে হবে। এই মাসে পবিত্র কোরআন নাযিল হওয়ার কারনে এই মাস অত্যন্ত মর্যাদাশীল। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতি গঠনে যুব সমাজকে আত্মনিয়োগ করতে হবে।