সিলেটসোমবার , ৪ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভিনদেশী পতাকা টাঙাতে গিয়ে আহত কিশোরের মৃত্যু

Ruhul Amin
জুন ৪, ২০১৮ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আহত কিশোর রাশেদ হাসান মারা গেছে। আহত হওয়ার সাত দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান রাশেদ।

রাশেদ সখীপুর উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবা‌সী ব‌ছির উদ্দিনের ছেলে।

গত ২৮ মে সকালে ব্রাজিল ফুটবল দলের ভক্ত রাশেদ ও তার দুই বন্ধু ব্রাজিলের একটি পতাকা নিয়ে উপজেলার প্র‌তিমা বংকী বাজারের যায়। পরে রাশেদ সড়কের পাশের উঁচু একটি মেহগনি গাছে পতাকাটি টাঙাতে ওঠে। পতাকা বাঁধার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গেলে চলন্ত একটি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাশেদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থান রবিবার রাতে মারা যায় রাশেদ।

রাশেদের চাচা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।