Sylhet Report | সিলেট রিপোর্ট | সৈয়দপুর শাহাড় পাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট্র ইউকের ইফতার
শুক্রবার, ০৮ জুন ২০১৮ ০৯:০৬ ঘণ্টা

সৈয়দপুর শাহাড় পাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট্র ইউকের ইফতার

Share Button

সৈয়দপুর শাহাড় পাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট্র ইউকের ইফতার

সিলেট রিপোর্ট:
সৈয়দপুর শাহাড় পাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট্র ইউকের ইফতার ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। পীর আহমদ কুতুব এর সভাপতিত্বে ও সেক্রেটারী নাজমুল ইসলাম লিটনের সন্চালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার জনাব লুৎফুর রহমান, জগন্নাথপুর উন্নয়ন সংস্হার চেয়ার তাহের কামালী,সৈয়দ রঁফিকুল হক ধলা ,এমদাদ কামালী, সৈয়দ বিলাল, সৈয়দ শফর আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জয়েন সেক্রেটারী সৈয়দ জিল্লুল হক।

এই সংবাদটি 1,015 বার পড়া হয়েছে