সিলেটমঙ্গলবার , ১২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২ কোটি টাকা পাচ্ছে এশিয়া কাপ জয়ী মেয়েরা

Ruhul Amin
জুন ১২, ২০১৮ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :: টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওতে বিসিবির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই হিসেবে প্রত্যেক খেলোয়াড় ১০ লাখ টাকা করে পাবেন। তাতে ১৫ জন খেলোয়াড় পাবেন দেড় কোটি টাকা। এছাড়া কোচ, ম্যানেজার, ফিজিওদেরও পুরস্কৃত করবে বিসিবি। দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের জন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। আজ সোমবার বিকেল বিকেল ৬টা ৩০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটযোগ মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেট দল।

বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার পর হোটেল সোনারগাঁওয়ে চলে যান ক্রিকেটাররা। সেখানে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।