সিলেটমঙ্গলবার , ১২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আযাদ দ্বীনী এদারার ফলাফল ঘোষণা ও ওয়েব সাইট উদ্বোধন

Ruhul Amin
জুন ১২, ২০১৮ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: দেশের প্রাচীনতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের ১৪৩৯ হিজরি সনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুন) বেলা ১২টায় সিলেট নগরীর সুবহানীঘাটস্থ এদারার নিজস্ব কার্যালয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আব্দুর রহমান বোর্ডের মহাসচিব মাওলানা শায়খ আবদুল বছীরের কাছে ফলাফল হস্তান্তর করেন। সৈয়দ আব্দুর রহমান বোর্ডের মহাসচিব মাওলানা শায়খ আবদুল বছীরের কাছে ফলাফল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,বোর্ডের প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক বহরগ্রামী, শুরা সদস্য মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আহমদ ছগীর, মাওলানা আব্দুল গাফ্ফার প্রমুখ।
জানাগেছে,হিফজ বিভাগসহ ৬টি স্থরে মোট পরীক্ষার্থী ছিলেন, ৯ হাজার ৮শ জন। কৃতকার্য শিক্ষার সংখ্যা ৭১৬০জন। তন্মধ্যে ছাত্র ৬৭৭০জন। কৃতকার্য ছাত্রী ৩৯০ জন।
পরীক্ষার ফলাফল্এদারার ওয়েবসাইটে (www.azaddiniadarah.com ) পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।……………..