সিলেটরবিবার , ২৪ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে প্রধান শিক্ষক আব্দুর রহিম স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Ruhul Amin
জুন ২৪, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর সংবাদদাতা:

মরহুম আব্দুর রহিম হেডস্যার একটি ইতিহাস, একটি আদর্শের নাম। একজন নিখাদ ভালোমানুষ ও ভদ্রলোক ছিলেন তিনি। শিক্ষকতা করে শিক্ষার্থীদের কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে সুপ্ত প্রতিভাককে জাগ্রত করতে হয়-তা নিজের কর্মজীবনে তিনি করে দেখিয়েছেন। এজন্য তাঁর হাতেগড়া শিক্ষার্থীরা সারা দুনিয়াতে অত্যন্ত খ্যাতির সাথে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু প্রধান শিক্ষকই ছিলেননা, ছিলেন সমাজ পরিবর্তনের কারিগরও’ বিশিষ্ট শিক্ষাবিদ, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম (হেড স্যারের) স্বরণে আয়োজিত এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বারইকান্দি যুব উন্নয়ন সংস্থার আয়োজনে জৈন্তাপুরের দরবস্ত বাজারে গত শনিবার শিব্বির আহমদের সভাপতিত্বে ও আব্দুল হাই আল হাদির পরিচালনায় অনুষ্ঠিত “আব্দুর রহিম হেডস্যার স্মরণ সভায় বক্তারা উপরুক্ত কথাগুলো বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, মরহুমের বড়ছেলে সিলেট ওমেক হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগি অধ্যাপক আশিক আনোয়ার বাহার, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মরহুমের সহকর্মী ও সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অব: শিক্ষক মো. হোসেন আহমেদ, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মাওলানা কবির আহমেদ, ব্যবসায়ী মো. নুরুল আমীন, ইউপি সদস্য আব্দুর রকিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. ফয়জুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা সাদ রব্বানী, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা শাহিদ হাতিমী, আজির উদ্দিন, মো. আব্দুল্লাহ, বদরুল ইসলাম , বশির আহমেদ, তানভির, লোকমান প্রমূখ। বক্তারা আরো বলেন, আব্দুর রহিম স্যার একাধারে ৪০ বছর সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এ কর্মজীবনে তিনি সর্বদা সততার সাথে সাদাসিদে জীবন যাপন করেছেন। তার জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে। সভা শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা হাবিবুর রহমান।