সিলেটমঙ্গলবার , ৩ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার ওপরে

Ruhul Amin
জুলাই ৩, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কয়েকদিনের টানা বর্ষণ ও বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা,ধনু, যাদুকাটা, রক্তি, চলতি, বৌলাইইসহ প্রধান প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া নদীতে পানি বৃদ্ধির কারণে হাওরেও পানি বাড়ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পানি নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে।তবে এভাবে বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।