সিলেটরবিবার , ৮ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দাওরায়ে হাদীসের ফলাফল বির্পযয়ের ১৫ কারণ!

Ruhul Amin
জুলাই ৮, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আল হাইআতুল উলয়া লিল জামিআতিল ক্বাওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৩৯হি/১৪২৫ বা/২০১৮ইং মেধা তালিকায় সিলেটের কাংখিত ফলাফল তথা ৪০সিরিয়ালের মধ্যে পিছিয়ে পড়ার সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন তরুণ আলেম মাওলানা লুকমান হাকিম। তিনি তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন : হাইআতের ৪০সিরিয়ালের মধ্যে সিলেটের তালিবে ইলম ভাইগণ পেয়েছেন ৭টি। সবাইকে মোবারকবাদ। আমাদের আশা আরো অনেক বেশি ছিল, এতে কোনো সন্দেহ নেই। সবার মেহনতের অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের সকল ভাইকে কবুল করুন। দ্বীনের জন্য মকবুল করুন। আমীন।
চট্টগ্রামের ভাইয়েরা পেয়েছেন ১৩টি। আমরা আরো অনেক বেশি পেতাম-যদি
১. যদি উস্তাদদের যথাযথ কদর হতো!
২. যদি উস্তাদ মুতাখাসসিস ফিল হাদীস হতেন!
৩. যদি ওজীফা মানসম্পন্ন হতো!
৪. যদি ছাত্রদের কাছে মোবাইল না থাকতো!
৫. যদি প্রত্যেকের তালিমী মুরব্বী থাকতেন!
৬. যদি তারবিয়াতের গুরুত্ব থাকতো!
৭. যদি মৌসুমী ওয়ায মাহফিলে আমাদের শিরকত জরুরি না হতো!
৮. যদি শুক্রবারকে বেড়ানোর জন্য বরাদ্দ না হতো!
৯. যদি বিলাসপ্রবণ চেতনা না হতো!
১০. যদি উত্তরপত্র বাংলা না হতো!
১১. যদি হাতের লেখা সুন্দর হতো!
১২. যদি উত্তরপত্র আরবি হাশিয়া ও শরাহনির্ভর হতো!
১৩. যদি বছরের আগাগোড়া পড়া ও পড়ানোর গুরুত্বে বেশ কম না হতো!
১৪. যদি মানসিকতা খতমমুখী না হতো!
১৫. সবার চিন্তা যদি উস্তাদে আম না হয়ে উস্তাদে খাস হওয়ার ফিকর থাকতো!

গতবছর সিরিয়াল পেয়েছিল কাজির বাজার, গহরপুর ও লামারগ্রাম মাদরাসা। আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানগুলো কিন্তু এবার সিরিয়াল পায় নি। এর কারণে আমাদের বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে।

এদিকে দরগাহ ও আঙ্গুরা মাদরাসা অতীতের মুমতাযের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সিরিয়ালে অনেক অগ্রগতি করেছে। অতীতকে অতিক্রম করেছে। অনেক হিরো পার্সনকেও অতিক্রম করেছে। এটা অবশ্যই আনন্দের এবং কৃতজ্ঞতার বিষয়। আল্লাহ কবুল করুন। আমীন।