সিলেটমঙ্গলবার , ১০ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নবী রাসুলগণ বাতিলের সাথে কখনো আপোষ করেননি:আল্লামা বাবুনগরী

Ruhul Amin
জুলাই ১০, ২০১৮ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জুবায়ের ফরিদ,হাটহাজারি থেকে: মানবজাতীর হেদায়াতের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রেরিত নবী-রাসুলগণ কখনো বাতিলের সাথে আপোষ করেননি৷যুগে যুগে নবী রাসুলগণ বাতিলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলে আল্লাহর জমিনে ন্যায় ও হকের ঝান্ডাকে উড্ডয়ন করেছেন৷
৯ ই জুন সোমবার দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হাদীসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের পাঠদানকালে হাদীসের সংজ্ঞা ও নবী-রাসুগণের শান সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে এ সব কথা বলেছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী৷
আল্লামা বাবুনগরী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও অবস্থাদির ন্যায় মৌন সমর্থনও হাদীসের অন্তর্ভুক্ত৷নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন অন্যায় কাজে সমর্থন দেননি বরং সাথে সাথে প্রতিবাদ করছেন৷
বোখারী শরীফের এক হাদীসের উদ্ধৃতি টেনে আল্লামা বাবুনগরী বলেন,রাসুল সা.এর আদরের পুত্র হযরত ইব্রাহীম এর ইন্তেকালের সময় সূর্যগ্রহণ হয়েছিল৷তখন জাহেলীযুগের ভ্রান্ত ধারণা অনুযায়ী কাফেররা বলেছিল যে, মুহাম্মাদ সা. এর পুত্রের ইন্তেকালের কারণেই আজ সূর্যগ্রহণ হয়েছে৷এক পর্যায়ে যাহেলীযুগের এ ধারণা রাসুল সা.পক্ষে হলেও যেহেতো সেই ধারণাটা অবাস্তব ছিল তাই রাসুল সা. সাথে সাথে দ্ব্যার্থহীন ভাষায় কাফেরদের ভ্রান্ত ধারণার প্রতিবাদ করে বলেছিলেন”কারো জন্ম কিংবা মৃত্যুর কারণে চন্দ্র-সূর্যগ্রহণ হয় না৷এর দ্বারা বুঝা যায় নবী-রীসুলগণ কোন অবাস্তব বিষয়ে মৌন সম্মতি প্রদান করেননি৷এর দ্বারা সু-স্পষ্টভাবে এ কথা বুঝা গেল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল,ফেয়েল,আহওয়াল অর্থাৎ বাণী, কর্ম ও অবস্থাদির ন্যায় তাকরীর তথা মৌন সমর্থনও হাদীসের অন্তর্ভুক্ত৷
তিনি আরো বলেন,হকের আওয়াজকে বন্ধ করেতে হযরত ইব্রাহীম আঃ কে নমরুদ আগুনের রিমান্ডে দিয়েছিল এতদসত্বেও হযরত ইব্রাহীম আঃ হকের ব্যাপারে নমরুদের সাথে আপোষ করেননি৷
নবী-রাসুলগণের যোগ্য উত্তরসূরীরা হকের জন্য প্রয়োজনে নিজের জান বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেন কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করেন না৷