সিলেটবুধবার , ১১ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চরমোনাই পীর রেজাউল করিমের বিরুদ্ধে মামলা

Ruhul Amin
জুলাই ১১, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ন্যায্য সম্পত্তি বুঝিয়ে না দেয়ার অভিযোগে চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিমসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মো. এছাহাক (র.)-এর ছেলে সৈয়দ রশীদ আহমদ ফিরদাউস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন। মামলায় অন্যান্য বিবাদীদের মধ্যে রয়েছেন, চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মো. এছাহাক (র.)’র ছেলে সৈয়দ মো. মোবারক করিম, চরমোনাইর সাবেক পীর মরহুম
সৈয়দ মো. ফজলুল করিমের ছেলে বর্তমান পীর সৈয়দ মো. রেজাউল করিম তার ভাই সৈয়দ মো. মমতাজুল করিম মোস্তাক, সৈয়দ মো. মোছাদ্দেক বিল্লাহ্‌, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর সৈয়দ মো. ফাইজুল করিম, সৈয়দ মো. জিয়াউল করিম, চরমোনাই ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবুল খায়ের মো. ইসহাক, সৈয়দ
নুরুল করিম ও সৈয়দা আফিফা খাতুন সহ ৩৩ জন। আদালতের
বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল সদর উপজেলার জে.এল ৯২নং মৌজায় চরমোনাই বিভিন্ন খতিয়ান ও
দাগে বাদীর ২.৬৫ একর জমি বণ্টন নিয়ে বিবাদীরা ঘুরাতে
থাকে। পরে জমির কথা অস্বীকার করায় আদালতে বণ্টন
মামলা দায়ের করেন।
সুত্র-মানব জমিন