সিলেটমঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আঙ্গুরার ছাত্র মাওলানা শিহাব উদ্দীনের স্বর্নপদক লাভ

Ruhul Amin
জুলাই ১৭, ২০১৮ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

:
সিলেট রিপোর্ট:  জকিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানীত আরবী প্রভাষক মাও: শিহাব উদ্দীন । মাওলানা শিহাব উদ্দীন সিলেট জেলার ঐতিহ্যবাহী উপজেলা জকিগঞ্জ এর শাহবাগ এলাকার কৃতিসন্তান।

তিনি ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া মাদানীয়া আঙ্গুরা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (টাইটেল) পাশ করে, সিলেটর বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী রামধা টাইটেল মাদ্রাসা সহ বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করার সাথে সাথে শিক্ষা অর্জন করেন

১৪.০৭.২০১৮ শনিবার সমাপ্ত হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের বহুল প্রতিক্ষিত ৪র্থ সমাবর্তন ২০১৮।

উক্ত সমাবর্তন অনুষ্ঠানে ৫ টি ফ্যাকাল্টির ২২৬৫৯ জন ডিগ্রীধারির গ্রাজুয়েশন কনফার্ম করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মানণীয় শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি। সে ব্যাচে মাও: শিহাব উদ্দীন ফাস্ট ক্লাশে ফাস্ট হয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করায় ” ভাইস চ্যান্সেলর স্বর্নপদক পরিয়ে দিলেন শরীয়া এন্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির মান্যবর ডীন প্র. ড. নাজমুল হক নদভী। উপস্থিত ছিলেন সাবেক ডীন প্র.ড.গিয়াস উদ্দিন হাফিজ, প্র. ড. আবু রেজা নদভী এম. পি, সমাবর্তনের কনভেনার প্র. ড. দেলওয়ার হোসাইন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কুরআনিক সাইন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টম্যান্টের বিভাগীয় প্রধান ড. মোস্তফা কামিল মাদানী সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

উল্লেখ্য: কাওমি মাদরাসার গর্বিত সন্তান, মাও: শিহাব উদ্দীন যাকে অনুসরণ করে কাওমির অনেক শিক্ষার্থীর ত্রি-মুখী শিক্ষা অর্জন করে ঐ মহান ব্যক্তি বিগত কয়েক মাস থেকে, মাদানীয়া ক্বোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের প্রধান কেন্দ্র ও জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদরাসায় আরবী প্রভাষক পদে অত্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে যাচ্ছেন।