সিলেটবুধবার , ১৮ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোরিডায় দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আইয়ুব আলী খুন

Ruhul Amin
জুলাই ১৮, ২০১৮ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জুয়েল সাদত ( ফ্লোরিডা )   : ফ্লোরিডা অঙ্গরাজ্যের নর্থ লডারডেল সিটিতে ১৬৯১ সাউথ স্টেট রোডে অবস্থিত আন্ট মলি’জ ফুড স্টোরে নিজ দোকানে
১৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি আইয়ুব আলী (৬১)। আন্ট মলি’জ ফুড স্টোরে এক দুর্বৃত্ত তার মাথায় তাক করে গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির সময় আইয়ুব আলী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্টোর থেকে কিছুই লুট হয়নি। তাই এটা ডাকাতির ঘটনা হতে পারে না। এটা হেইট ক্রাইম।’

আশপাশের সিসিটিভি পরীক্ষার পর ব্রাউয়ার্ড শেরিফ অফিস এলাকাবাসীর সহায়তা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারের জন্যে।

জানা গেছে, প্রতিদিনের মত আজও সকাল থেকে আইয়ুব আলী একাই কাজ করছিলেন এই স্টোরে। গুলির সময় সেখানে আর কেউ ছিলেন কিনা তা এখনও প্রকাশ করেনি তদন্ত কর্মকর্তারা। পুলিশের ডিটেকটিভ জেমস হাইয়েস গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিবর্ষণের সংবাদ পেয়েই লডারডেল লেইকস এবং টামারাক ফায়ার সার্ভিসের লোকজন অকুস্থল থেকে রক্তাক্ত আইয়ুব আলীকে নিকটস্থ ব্রাউয়ার্ড হেল্্থ মেডিকেল সেন্টারে নেয়। চিকিৎসকরা জানান যে, আইয়ুব আলী বেঁচে নেই।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানোপুর গ্রামের সন্তান আইয়ুব আলী ১৯৯৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ১০ বছর আগে এই স্টোর ক্রয় করেন এবং গত বছর পার্কল্যান্ড এলাকায় একটি বাড়ি ক্রয় করেছেন। ৩ কন্যা, এক পুত্র এবং স্ত্রী ফারহানাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন।

ভর দুপুরে গুলি করে আইয়ুব আলীকে হত্যার সংবাদে ক্ষুব্ধ গোটা কম্যুনিটি। ফ্লোরিডা আওয়ামী পরিবারে একদিকে ক্ষোভ, আরেকদিকে শোকের মাতম বইছে। সংবাদ পেয়ে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব, নাগরিক, ফ্লোরিডা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং আইয়ুব আলীর পরিবারের খোঁজ-খবর নেন। তারা মর্গ থেকে লাশ পাবার পরই স্থানীয় মসজিদে জানাযার পর দাফনের বিস্তারিত কর্মসূচি নেবেন বলে জানিয়েছেন। একইসাথে ব্যবসায়ী ও কম্যুনিটি নেতা আলহাজ্ব আমির আলী, আলী নূর মঞ্জু, আব্দুল ওয়াহিদ মাহফুজ, এবিএম মোস্তফা, আরিফুল হক টনি, টিটন মল্লিক, আতিকুর রহমান, কবির চৌধুরী তুহিন প্রমুখ এই বর্বরোচিত হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এনআরবি নিউজের কাছে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ‘শ্বেতাঙ্গ দুর্র্বৃত্ত আইয়ুব আলীর মাথা তাক করে গুলি করেছে। এথেকেই প্রতিয়মান হচ্ছে যে, ডাকাতির উদ্দেশ্যে নয়, তাকে হত্যার উদ্দেশেই দুর্বৃত্তটি এসেছিল। অর্থাৎ এটি হেইট ক্রাইম। তা হতে পারে জাতিগত বিদ্বেষ অথবা ধর্মীয় বিদ্বেষ। কারণ, স্টোরের ক্যাশ বাক্স রয়েছে অক্ষত।’

জানা গেছে, গত এক দশকে দুর্বৃত্তের গুলিতে ফ্লোরিডায় ২৫ জনের অধিক বাংলাদেশী নিহত হয়েছেন। সবকটি হত্যাকান্ডের জন্যেই দুর্বৃত্তদের শাস্তি হয়েছে। তবে কর্মরত অবস্থায় নিহত হওয়া সত্বেও ভিকটিমের পরিবার/স্বজনেরা কোন ধরনের ক্ষতিপূরণ পায়নি। প্রবাসী বাংলাদেশীরা তহবিল সংগ্রহ করে লাশের দাফন অথবা বাংলাদেশে প্রেরণের দায়িত্ব সম্পাদন করেছেন। ভিকটিমের পরিবারকে নগদ অর্থ প্রদানের দৃষ্টান্তও রয়েছে কম্যুনিটিভিত্তিক সংগঠনগুলোর।