সিলেটসোমবার , ৩০ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছয় সপ্তাহের জামিন পেলেন বিএনপির ৬৬ জন নেতাকর্মী

Ruhul Amin
জুলাই ৩০, ২০১৮ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: হাইকোর্ট থেকে আগাম ছয় সপ্তাহের জামিন পেলেন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের ৬৬ জন নেতাকর্মী। গতকাল রোববার (২৯ জুলাই) বিকাল দুইটায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন লাভ করেন বিএনপির নেতাকর্মীরা। মহামান্য হাইকোর্টের যৌথ বেঞ্চে বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এস এম কুদ্দুস জামান এ বিএনপি নেতাকর্মীদেরকে আগাম ছয় সপ্তাহের জামিনের আদেশ দেন। মামলার আসামীদের পক্ষে মামলায় শুনানী করেন এডভোকেট ফজলুর রহমান এবং ব্যারিস্টার আব্দুল হালিম চৌধুরী কাফী এ ব্যাপারে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ এর সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই শুক্রবার চৌকিদেখী এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের ৬৬ জন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা পুলিশ মামলা দায়ের করে। বৃহস্পতিবার মধ্যরাতে কামরানের একটি নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাকর্মীর ওপর এ মামলা করা হয়েছিল। স্থানীয় আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া সম্প্রতি দক্ষিণ সুরমার মোমিনখলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীদের নামোল্লেখ করে বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার এসএস রায়হান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। উল্লেখ্য, এই মামলায় এসআই রায়হান উদ্দিন আহত হন।