সিলেটমঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কয়েস লোদী ফের কাউন্সিলর নির্বাচিত,মাদানী কাফেলার অভিনন্দন

Ruhul Amin
জুলাই ৩১, ২০১৮ ৪:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সদা হাস্যোজ্জ্বল,আলেম উলামা বান্ধব জনপ্রিয় নেতা,  সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র (১ম) ও  ৪নং ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।হ্যাটট্রিক বিজয়ী ,জননন্দিত কাউন্সিলর   রেজাউল হাসান কয়েস লোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

সিলেট নগরীর ছিমছাম এলাকা হিসেবে পরিচিত ৪ নম্বর ওয়ার্ড। নগরীর হাউজিং এস্টেট, আম্বরখানা মনিপুরীপাড়া, দত্তপাড়া, কোনাপাড়া, মজুমদারি, হানিটোলা, পীর মহল্লা, আম্বরখানা, দর্শনদেউড়ী, বনশ্রী আবাসিক এলাকা নিয়ে গঠিত সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডটি। এ ওয়ার্ডের মূল এলাকা হাউজিং এস্টেটটি পরিকল্পিতভাবে গড়ে উঠে। ১৯৬৪ সালে তৎকালীন জেলা প্রশাসন কর্তৃক এই আবাসিক এলাকা স্থাপিত হয়েছিলো। এই গোছানো এলাকা পুরো ওয়ার্ডকেই আলাদা পরিচয় এনে দিয়েছে। নির্বাচনের হাওয়া লেগেছে এ ওয়ার্ডেও।

 

এই ওয়ার্ডে মোট ভোটার ৮ হাজার ৫১৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৬৬৩ জন। মহিলা ভোটার ৩ হাজার ৮৫৫ জন। বিগত সিটি নির্বাচনে এই ওয়ার্ডের ভোটার ছিলেন ৭ হাজার ৯৫৬ জন। পুরুষ ভোটার ছিলেন ৪ হাজার ৪১০ জন। আর মহিলা ভোটার ছিলেন ৩ হাজার ৫৪৬ জন। দ্বিতীয় সিটি নির্বাচনে এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ১২৯ জন।