সিলেটশনিবার , ৪ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নৌমন্ত্রীর পদত্যাগসহ ছাত্রদের ৯ দফা মেনে নিন: যুব জমিয়ত

Ruhul Amin
আগস্ট ৪, ২০১৮ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:

অবিলম্বে নৌ পরিবহনমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা গোলাম মাওলা কাসেমী, জয়েন্ট সেক্রেটারী মুফতি আল আমীন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। আজ এক বিবৃতিতে নেতারা বলেন, নৌ পরিবহনমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে ছাত্র বিক্ষোভে রাজধানী ঢাকা যখন উত্তাল এবং শিক্ষার্থীদের এই দাবির কোনো সমাধান না করার আগেই শনির আখড়ায় আবারো একটি ট্রাকের চাকায় পিষে আরো একজন ছাত্রকে গুরুতর জখম করা হয়েছে। সেই শিক্ষার্থী এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। এটা এক মৃত্যুর মিছিল।যুব জমিয়ত নেতারা বলেন, ছাত্রসহ অন্যদের বাস-ট্রাকের চাকায় পিষে মারার ঘটনা ঠেকাবার কোনো চেষ্টাই করছে না সরকার। এই সংকটের মূলে রয়েছে নৌ পরিবহনমন্ত্রী ও তথাকথিত শ্রমিক নেতার সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য। তিনি বলেন, অদক্ষ ও হৃদয়হীন ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে। তারা অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত ৯ দফা দাবি-দাওয়া মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।