সিলেটসোমবার , ১৩ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবি

Ruhul Amin
আগস্ট ১৩, ২০১৮ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণার দাবি জানানো হয়। সোমবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) অায়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, অাইনের শাসন, বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভূমিকা, যুদ্ধাপরাধ, সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ়করণ এবং ১২ লক্ষ রোহিঙ্গাদের জীবনের নিরাপত্তা প্রদানের অনন্য কীর্তির জন্য শেখ হাসিনার নাম অবিলম্বে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণার জোর দাবি জানান।
তারা বলেন, ‘বিশ্বশান্তির রোল মডেল হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নাম এখন বিশ্বব্যাপী অালোচিত। তাই চলতি মাসের অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল দিতে হবে।’
মানববন্ধন থেকে অং সান সু চির সমালোচনা করে বক্তারা বলেন, সু চির মতো মাংস ভক্ষণকারী নেত্রীকে নোবেল পুরস্কার দিয়ে নোবেল কমিটি যেভাবে সমালোচিত হয়েছে। সেই সমালোচনা কাটাতে পারে, যদি তারা শেখ হাসিনার মতো মানবতার নেত্রীকে নোবেল পুরস্কারে ভূষিত করেন।’
সংগঠনের চেয়ারম্যান অাবদুল্লাহ্ জিয়া’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী অারেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ অাহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এমএ ভাসানী, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান অাবু অাহাদ, জালাল উদ্দিন, অানোয়ার হোসেন প্রমুখ।