সিলেটমঙ্গলবার , ৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের উপর মামলা প্রত্যাহারের দাবিতে দক্ষিণ সুরমায় মানববন্ধন

Ruhul Amin
নভেম্বর ৮, ২০১৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কবির, রিপন, খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রেববার বিকেলে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে চন্ডিপুলস্থ দক্ষিণ সুরমা কলেজের সামনের মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মামলায় ভাংচুর লুটপাটের অভিযোগ কাল্পনিক। পাওনা টাকার বিরোধ নিয়ে তিনজন কাঠ ব্যবসায়ীকে মামলায় জড়ানো হয়েছে। বক্তারা অবিলম্বের মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, গত ১০ অক্টোবর রেল ষ্টেশনস্থ মারুফ কাঠ হাউজ স্বত্ত্বাধিকারী আবদুল মজিদ মিয়ার পাওয়া টাকা চাইতে সুমন এন্ড লিমন কাঠ হাউজ স্বত্ত্বাধিকারী গিয়াস উদ্দিনের দোকানে যান। মধ্যস্থকারী কবির রিপন ও খোকনের সাথে উক্ত ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ভাংচুর, ছিনতাই ও লুটপাটের মামলা দায়ের করেন গিয়াস উদ্দিন যাহা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা। এই ঘটনাটি তদন্ত করে মিথ্যা মামলা থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃক পক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা আবদুস শুকুর, মোল্লারগাঁও ইউনিয়নের দূর্নীতি দমন কমিশনের সহ সভাপতি ওসমান মিয়া, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, এমদাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ, এনামুল হক বাদশা, জুয়েল, রাজু, নুর উদ্দিন, আইনুল হক, রিপন, নাজির, নাছির, সিব্বির মিয়া, ময়নুল মিয়া, আবদুল কুদ্দুছ, আলা উদ্দিন, আবদুস সবুর, জায়েদ মিয়া, আজাহার উদ্দিন সুমন, জামাল উদ্দিন, বাচ্চু মিয়া, জয়, ওলিউর রহমান ওলি, বেলাল আহমদ, রহিম, মিলাদ, কায়েছ মিয়া, লুৎফুর, বশির, সুলতান, সামছুল, ফয়েজ আহমদ, কামাল, জাবেদ মেম্বার, ইদু মিয়া প্রমুখ।