সিলেটশনিবার , ১২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বীকৃতি ইস্যুতে কওমি উলামার ঐক্যের দাবিতে যুক্তরাষ্ট্রের অর্ধশত আলেমের বিবৃতি

Ruhul Amin
নভেম্বর ১২, ২০১৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

 রশীদ জামীল, নিউ ইয়র্ক থেকে: বাংলাদেশে কওমি সনেদের স্বীকৃতি ইস্যুতে উলামায়ে কেরামের দৃশ্যমান ইখতেলাফের প্রেক্ষিতে গভীর উদ্বেগ ও শংকা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কওমি ঘরানার উলামায়ে কেরাম। তাঁরা বলেছেন, আমাদের আকাবির-আসলাফগণ দিনের পর দিন খেয়ে না খেয়ে মেহনত করে, রাতের পর রাত চোখের পানি দিয়ে যায়নামাজ ভিজিয়ে তিল তিল করে গড়ে দিয়ে গেছেন এই মাদরাসাগুলো। সনদের স্বীকৃতি ইস্যুতে সৃষ্ট অচলবস্থা অনাকাঙ্খিত। আজ বাংলাদেশের হাজার হাজার কওমি মাদরাসাগুলো অস্তিত্বজনিত অস্বস্থিকর পরিস্থিতিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ কওমি সন্তানেরা আজ দিশেহারা। এতিমের মত তারা এদিক-উদিক ছোটাছুটি করছে! এই অবস্থা তো চলতে পারে না। এমন অবস্থা চলতে থাকা উচিত না।
বাংলাদেশের কওমি চিন্তাধারার উলামায়ে কেরাম যদি এখনো অবস্থার ভয়াবহতা আন্দাজ করতে না পারেন, তাহলে কওমি ইতিহাস-ঐতিহ্য, বুনিয়াদ ও উসূল তথা কওমি আসলিয়্যাত ও স্বাতন্ত্রিকতা নড়বড়ে হয়ে যেতে পারে। বিলিন হয়ে যেতে পারে শত বছরের ঐতিহ্যের এই প্রতিষ্ঠানগুলো। তাই, সিয়াসি নযরিয়্যাত ও ছোটখাটো দূরত্বকে দূরে ঠেলে বাংলাদেশের কওমি উলামায়ে কেরামের উদারমনা হয়ে এক টেবিলে বসা উচিত। আলোচনার মাধ্যমে ঐক্যদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত সনদের স্বীকৃতি গ্রহণ করা হবে কি হবে না!
এটা যদি না হয়, আর আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বাংলাদেশের কওমি বাগানগুলো যদি উজাড় হয়ে যায়, তাহলে যাদের কারণে ঐক্য প্রক্রিয়ার বাঁধাগ্রস্ত হবে, তাঁদেরকেই দায় নিতে হবে। ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন আল্লাহর আদালতেও জবাবদিহি করতে হবে তাদেরকে। অতএব, কওমি মাদরাসার ইতহাস ঐতিহ্য, উসূল ও বুনিয়াদ অক্ষুণ্ণ রেখে স্বীকৃতির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কওমি চিন্তাধারার উলামায়ে কেরাম বাংলাদেশের সর্বস্থরের কওমি উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন,
০১. শায়খুল হাদিস মাওলানা আব্দুস সালাম (মিশিগান)

০২. মাওলানা মুফতি জামাল উদ্দিন
পরিচালক, বায়তুল হামদ ইন্সটিটিউট, নিউ ইয়র্ক

০৩. মাওলানা আব্দুর রহিম
শায়খুল হাদিস, দারুল উলুম, নিউ ইয়র্ক

০৪. মাওলানা আজিজুর রহমান
সিনিয়ার মুহাদ্দিস, দারুল উলুম নিউ ইয়র্ক, জ্যামাইকা

০৫. মাওলানা আব্দুল মুমিন
মুহাদ্দিস, দারুল উলুম নিউ ইয়র্ক, জ্যামাইকা

০৬. মুফতি ইসমাইল খান (শায়খে বালিঙ্গা)
বাফেলো

০৭. মাওলানা মুফতি ক্বারী রুহুল্লাহ
ইমাম ও খতিব, বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রুকলিন

০৮. মাওলানা আশরাফ উল্লাহ
ইমাম ও খতিব, বায়তুল জান্নাহ মসজিদ, ব্রুকলিন

০৯. মাওলানা আব্দুল কাইয়ুম নোমানি
সিনিয়ার উস্তাদ, দারুল উলুম ডেট্রোয়েট, মিশিগান

১০. মাওলানা মুফতি আব্দুল মালিক
খতিব, বেলাল মসজিদ, ব্রুকলিন। প্রতিষ্ঠাতা, হাজিক্যাম্প মসজিদ, জ্যামাইকা

১১. শায়খ যুবায়ের আহমদ আনসারী
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন।

১২. মাওলানা মুফতি মুজ্জামিল হোসাইন ফারুকি
খতিব, ইসলামিক সেন্টার অব হিউজটন, টেক্সাস

১৩. মাওলানা রফিক আহমদ রেফাহি
প্রিন্সিপাল দারুল উলুম আসসাফা, প্রেসিডেন্ট ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল, ইউএসএ।

১৪. মাওলানা মুফতি খাইরুল আমিন
প্রিন্সিপাল , দারুল উলুম ডেট্রোয়েট, মিশিগান

১৫. মুফতি মুহাম্মাদ ইসমাইল
প্রিন্সিপাল, আন নূর ইসলামিক কালচারাল সেন্টার,, জ্যাকসন হাইটস

১৬. মাওলানা আজির উদ্দিন
ইমাম ও খতিব, বায়তুল আমান মসজিদ, ব্রংক্স

১৭. মাওলানা জাকারিয়া মাহমুদ
ইমাম ও খতিব, বায়তুশ শরফ মসজিদ, ব্রুকলিন

১৮. মাওলানা তাজ উদ্দিন
প্রিন্সিপাল, দারুল উলুম মিশিগান

১৯. মাওলানা শায়খ আসআদ আহমদ
ইমাম ও খতিব, জামিয়া ইসলামিয়া উডহ্যাভেন ব্লুবার্ড

২০. হাফিজ মাওলানা আহমাদ আবু সুফিয়ান
ইমাম ও খতিব, মদিনা মসজিদ ম্যানহাটন

২১. মাওলানা আব্দুল্লাহ কামাল আযহারি
ইমাম ও খতিব, বায়তুল মুকাররাম মসজিদ, এস্টোরিয়া

২২. মাওলানা ফায়েক উদ্দিন
ইমাম ও খতিব, আবু হুরায়রাহ মসজিদ, জ্যাকসন হাইটস

২৩. মাওলানা মুজাহিদ আহমদ
পরিচালক, বায়তুল মামুর মাদরাসা, জ্যামাইকা

২৪. মাওলানা আব্দুল মুকিত
ইমাম ও খতিব, বায়তুস সালাম মসজিদ, কুইন্স

২৫. হাফিজ রফিকুল ইসলাম
চেয়ারম্যান, আমেরিকান মুসলিম সেন্টার

২৬. মাওলানা মাহমুদুল ইসলাম
ইমাম ও খতিব, মাদানি মসজিদ উডসাইট

২৭. মুফতি জিয়াউর রাহমান
ইমাম ও খতিব, আন নূর মসজিদ মিশিগান

২৮. মাওলানা আতাউর রহমান জালালাবাদি
মেম্বার, বোর্ড অব ট্রাস্টি, এ এম সি।

২৯. মাওলানা আব্দুর রহমান খান
প্রেসিডেন্ট, ব্রংক্স মুসলিম সেন্টার

৩০. মাওলানা শরীফ আহমদ
ইমাম ও খতিব, ইসলামিক সেন্টার অব ব্রাইটন।

৩১. মাওলানা আব্দুর রহমান
ইমাম ও খতিব, ইসলামিক কালচারাল সেন্টার অব নিউ ইয়র্ক

৩২. হাফিজ মাওলানা দেলওয়ার হুসাইন
শিক্ষক, দারুল উলুম মিশগান

৩৩. মাওলানা ফাতেহুল ইসলাম
ইমাম ও খতিব, প্যাটারসন জালালাবাদ মসজিদ, নিউজার্সী

৩৪. মুফতি শিব্বির রাজ্জাক
প্রিন্সিপাল, দারুল উলুম নিউজার্সী

৩৫. মুফতি আনাস
বায়তুল হামদ ইন্সটিটিউট, নিউন ইয়র্ক

৩৬. মাওলানা মাশুক আহমদ
ইমাম ও খতিব, বায়তুল গাফফার মসজিদ, কুইন্স

৩৭. মাওলানা আবুল হাসনাত
শিক্ষক দারুল উলুম মিশিগান

৩৮. মাওলানা আব্দুল ওয়াহিদ
শিক্ষক, বায়তুল মুকাররাম, ডেট্রোয়েট

৩৯. মাওলানা আবু রাশেদ
ইমাম ও খতিব, নর্থপেন মসজিদ, ফিলোডালফিয়া

৪০. মাওলানা ফখরুল ইসলাম আলমগির
ইমাম ও খতিব, মসজিদুল মুমিনীন, ফ্লোরিডা

৪১. মাওলানা বেলাল আহমদ
উস্তাদ, দারুল উলুম নিউ ইয়র্ক

৪২. ক্বারি মাওলানা আব্দুল্লাহ বিন উবায়দুল্লাহ
ইমাম ও খতিব, মসজিদ আল আরকাম, ব্রুকলিন।

৪৩. হাফিজ মাওলানা ইমদাদুর রহমান আরিফ
শিক্ষক দারুল উলুম মিশিগান

৪৪. মাওলানা ওয়ালিউল্লাহ কামাল
ইমাম ও খতিব, হিলসাইড ইসলামিক সেন্টার

৪৫. মাওলানা রায়হান আহমদ
খতিব ও পরিচালক, ইসলামিক সেন্টার অব গ্রেটার হ্যারিসবার্গ

৪৬. মাওলানা ফয়জুল ইসলাম
শিক্ষক, দারুল উলুম মিশিগান

৪৭. মাওলানা নজরুল ইসলাম
ইমাম ও খতিব, বায়তুল আতিক মুসলিম সেন্টার, উডসাইট।

৪৮. হাফিজ জুলকিফল চৌধুরি
চ্যাপলিন ইমাম, নিউ ইয়র্ক

৪৯. মাওলানা ফাহিম আহমদ
সহকারি ইমাম, মদিনা মসজিদ, ম্যানহাটন

৫০. মাওলানা শিহাব উদ্দিন সাকিব
জ্যামাইকা, কুইন্স

৫১. মাওলানা মুহিবুর রহমান
নিউ জার্সী

৫২. মাওলানা শাহ মাহবুবুর রশীদ
ব্রুকলিন

৫৩. হাফিজ রুহুল আমিন
ইমাম ও খতিব, ব্রংক্স মুসলিম সেন্টার

৫৪. হাফিজ মাহবুবুর রহমান
নিউ জার্সী

৫৫.মাওলানা শাহজাহান সিরাজ
মিনিয়া পোলিস, মেনিসোটা।

৫৬. মুহাম্মদ এফ ফখর
করনা, নিউ ইয়র্ক