সিলেটমঙ্গলবার , ১৫ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকারের তল্পিবাহক সাংবাদিক চাই না : ইনু

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব  প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আবুল ফজল একজন সাহিত্যিক ছিলেন। উনি বলেছিলেন, পোষা বাঘ যেমন বাঘ না, তেমনি পোষা শিল্পীও শিল্পী না। তার কথার সুর ধরেই আমি বলবো- পোষা বাঘ যেমন বাঘ না, পোষা সাংবাদিকও তেমন সাংবাদিক না। আমরা সরকারের তল্পিবাহক সাংবাদিক চাই না আবার জঙ্গির উকিলও চাই না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সাপ্তাহিক পত্রিকা পরিষদের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এইখানে একটা ভাব মনে হলো যে আপনারা সরকারের পক্ষ। আমার খুব খারাপ লাগলো। গণমাধ্যমের কর্মীর কোনো পক্ষ নাই।আমরা পোষ মানা সাংবাদিক চাই না। শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা সমালোচনা সহিষ্ণু সরকার। প্রাণভরে সমালোচনা করুন, কোনো সমস্যা নাই। আপনারা সমালোচনা মুখর হবেন, সরকারের তল্পিবাহক হবেন না। কিন্তু জঙ্গি ও জঙ্গি সঙ্গী এবং তাদের পৃষ্ঠপোষকদের পক্ষে উকিলও হবেন না। আমি সরকারের তল্পিবাহক চাই না, জঙ্গির উকিলও চাই না।’
তিনি বলেন, ‘যত ভাল ও বেশি সমালোচনা করবেন, শেখ হাসিনা সরকার আরো দীর্ঘজীবী হবে। আমরা শুধরাবো, সুতরাং আমাদের হারাতে পারবে না। আমরা যুগযুগ ক্ষমতায় থাকবো। সমালোচনা না করে সবই তল্পিবাহক হয়ে গেলে তো অসুবিধা। তখন আমরা ভুলগুলো দেখতে পাবো না। ভুল দেখতে না পেলে তো বিপদ হবে। সেজন্য গণমাধ্যম কর্মীদের আমাদের (সরকার) কঠোর সমালোচনা করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর ওয়াস্তে তল্পিবাহক হবেন না। আমরা সরকারের দালাল চাই না। দালাল জিনিসটাই খারাপ।’
সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় প্রেসক্লাব বনেদি জায়গা। এর কর্তৃত্ব আমাদের নাই। প্রেসক্লাব কাকে সদস্য করবে বা করবে না তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে তদবির করা খুব কঠিন কাজ। কর্তৃপক্ষের কাছে আপনারা ধর্ণা দিন, বহু রাজাকারও যেখানে মেম্বার আছে আপনারা কেন হবেন না।’
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি, স্মাগলার, মাস্তানরা গণমাধ্যমের হুমকি। সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো ঝুঁকি নাই। জঙ্গিরা সরকারকেও আক্রমণ করছে। সুতরাং গণমাধ্যম ও সরকার একপক্ষ। জঙ্গিরা আমাদের উভয়ের শত্রু। ’
সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোর্শেদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এমএ মোতালিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন।