সিলেটবুধবার , ১৬ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মওলানা ভাসানী বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন : শেখ হাসিনা

Ruhul Amin
নভেম্বর ১৬, ২০১৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মওলানা ভাসানী প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এবং শোষণ ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠাল জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী আজীবন কাজ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে এবং বাঙালি জাতিসত্ত্বার বিকাশেও তিনি (ভাসানী) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মজলুম নেতার ছিল গভীর রাজনৈতিক ঘনিষ্ঠতা ও আদর্শিক ঐক্য।

তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।