সিলেটমঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে নোট বদলে দেওবন্দে মাদাসায় বিশেষ নোটিশ

Ruhul Amin
নভেম্বর ২২, ২০১৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল ইসলাম,সিলেট রিপোর্ট,দেওবন্দ প্রতিনিধি: ভারতে ১০০০,৫০০ নোট বদলের কারণে কঠিন পেরেশানীতে সকল জনগন। দারুল উলূমেদেওবন্দের হাজার হাজার ছাত্র-শিক্ষককেও এড়িয়ে যায় নি এ ভোগান্তি। জানাগেছে, টাকা বদল করতে গিয়ে ঘন্টা কে ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টাকা বদল করতে পারছেননা দারুল উলুমের শিক্ষক-শিক্ষার্থীগন।
ব্যাংক থেকে একইদিনে ২০০০হাজারের বেশী টাকা উত্তোলন করা যাচ্ছেনা ফলে জনভোগান্তিচরমে। তাও আবার যদি ভোর ৪টায় লাইনে দাড়ানোর পর নিজ সিরিয়াল আসে! অন্যদিকে দূরদূরান্ত থেকে আগত ছাত্ররাও নিজ বাড়ি এবং দেশ থেকে টাকা আনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় মাদরাসার দারুল ইকামা থেকে ছাত্রদের এমন অবস্থা বিবেচনা করে জরুরী নোটিশ টানানো হয়।
নোটিশে  বলা হয়,প্রত্যেক ছাত্র নিজ একাউন্ট নাম্বার (একান্ত না থাকলে অন্য কোনো সাথী ভাইয়ের একাউন্ট নাম্বার) দারুল একামায় জমা দেয়ার জন্য।
এবং সে অনুযায়ী প্রত্যকের সারা বছরের অগ্রীম ভাতা দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য যে, দারুল উলূমের ছাত্রদের জন্য মাদরাসার তরফ থেকে জরুরী খরচাদির জন্য মাসে ২০০রুপি ভাতা দেয়া হয়।