সিলেটরবিবার , ২৭ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ক্রুটি, জরুরি অবতরণ

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ক্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। রোববার বাংলাদেশ সময় বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। এ কারণে প্রধানমন্ত্রীর বহর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করে। যাত্রা বিরতি শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে আবার হাঙ্গেরির উদ্দেশ্যে তুর্কমেনিস্তান ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘রাঙ্গা প্রভাত’। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ রাতে মানবজমিনকে বলেন, যান্ত্রিক ক্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। ক্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি প্রধানমন্ত্রীসহ সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হয়। এর আগে বিকালে শাকিল মেরাজ মানবজমিনকে বলেন, যান্ত্রিক গোলযোগের কারনে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভার্ট হয়ে ল্যান্ডিং করে তুর্কমেনিস্তানের আসগাবাদ আর্ন্তজাতিক বিমানবন্দরে। ওই বিমানবন্দরে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় উড়োজাহাজটি অবতরন করে। একই দিন সকাল সোয়া নটায় বোয়িং- ৭৭৭- ৩০০ উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

–মানব জমিন