সিলেটসোমবার , ২৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৩ মসজিদে আগুন সম্পর্কে আল্লামা তাফাজ্জুল হক

Ruhul Amin
নভেম্বর ২৮, ২০১৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের অন্যতম র্শীষ আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এবং জামেয়া আরাবিয়া উমেদ নগর মাদরাসার প্রিন্সিপাল আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, মসজিদ আল্লাহর ঘর,কোরআন শরীফ আল্লাহর পবিত্র কালাম। কোন ধর্মপ্রান লোক সুস্থ মস্তিকে এর অপমান করতে পারেনা। গতকাল রোববার (২৭ নভেম্বর) হবিগঞ্জে তিনটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় এবং অর্ধশতাধিক পবিত্র কোরআন শরিফ পুড়ানোর ঘটনা সম্পর্কে আল্লামা তাফাজ্জুল হক সিলেট রিপোর্টকে জানান, মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের যাতায়াতের রাস্তায়ই। এসব কারা করেছে,এমন প্রশ্নের জবাবে বরেন্য এই আলেম বলেন, এব্যাপারে স্থানীয় প্রশাসনই বলতে পারবে। প্রশাসন এব্যাপারটি নিয়ে বৈঠক করেছেন,তারা কি ব্যবস্থা নেন দেখি। আমাকে ডাকলে আমি সেখানেই কথা বলবো।’ একই সাথে ৩ টি মসজিদে আগুন দেয়া কোন পাগলের কাজ নাকি ষড়যন্ত্র ? এমন প্রশ্ন রেখে আল্লামা তাফাজ্জুল হক সিলেট রিপোর্টকে বলেন,পার্শবর্তী জেলা বি-বাড়ীয়ার নাসির নগরের মতো হবিগঞ্জকে অশান্ত করার জন্যই এই কান্ডঘটানো হয়েছে কিনা এবিষয়ে প্রশাসনই ভাল বলতে পারবে।’

উখেল্ল্য যে, গতকাল রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল (আমতলি) শাহজালাল জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদে থাকা ৫০টিরও অধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে গেছে।