সিলেটসোমবার , ২৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের রোহিঙ্গাদের

Ruhul Amin
নভেম্বর ২৮, ২০১৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিবিসি বাংলা: বাংলাদেশে জাতিসংঘের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন মিয়ানমারের সরকার সে দেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে।কক্সবাজারে ইউএনএইচসিআর অফিসের প্রধান কর্মকর্তা জন ম্যাককিসিক বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের হত্যা করছে, শিশুদের জবাই করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুঠতরাজ চালাচ্ছে। যদিও এ অভিযোগ মিয়ানমার সরকার বরাবর অস্বীকার করে আসছে।বিবিসি বাংলার আকবর হোসেন মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের সঙ্গে কথা বলেছেন কুতুপালং শরণার্থী ক্যাম্পের ভেতরে। পালিয়ে আসা এই শরণার্থীরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার এবং পুরুষদের হত্যা করার কথা বলেছেন।

এদিকে,
মিয়ানমার থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা যে সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন অংশ দিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারছে, তা আগেই স্বীকার করেছে দেশটির সরকার। সরকারের বিভিন্ন পর্যায় থেকেই বলা হচ্ছে, যারা ঢুকে পড়েছে তাদের সাথে মানবিক ব্যাবহার করা হবে। কিন্তু এদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের কি ব্যবস্থা হচ্ছে?