সিলেটবুধবার , ৩০ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবগন্জ বাজারে আন্জুমানে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হাম্মাদ জালালাবাদী,সিলেট রিপোর্ট: আন্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আজ (৩০ নভেম্বর) বুধবার বেলা ২ ঘটিকায় মৌলভীবাজার জেলার ভৈরবগন্জ বাজারে মিয়ানমারে নিরিহ মুসলমানদের উপর অন্যায় ভাবে বর্বর হামলা, অমানবিক নির্যাতন ও গণহত্যা অভিলম্বে বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। আঞ্জুমানের আমীর, পীরে কামিল শায়খুল হাদীস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদীর সভাপতিত্বে ও কালাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলের তত্তাবধানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুদ্দুছিয়া মহিলা মাদরাসার স্বনামধন্য মোহতামিম মাওলানা হাবীবুর রহমান, বরুনা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, মাওলানা শামসুল হক। কারী আব্দুল খালিকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শেখবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা জাফর আহমদ, মাহফুজ অাহমদ, আজফার, আহমদ শফি, মাওলানা জাবেদ, আব্দুল মালিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হিলাল আহমদ সিলেটী, জাকির আহমদ, হাবীবুর রহমান, আহমদ শামসুদ্দিন, এমাদ উদ্দিন, মাওলানা জালাল। হাজার হাজার লোকের অংশগ্রহণে বাংলাদেশ সরকারের প্রতি সীমান্ত খোলে তাদের প্রবেশের সুযোগ দিয়ে মুসলিম রোহিঙ্গাদের জীবন রক্ষার আহবান জানানো হয়। বক্তারা বলেন চীন বৌদ্বদের দেশ হয়েও তারা নিপিড়িত মুসলিমদের সাহায্যে এগিয়ে এসেছে। আমরা মুসলিম দেশ হয়ে নির্যাতিত মুসলিমদেরকে বিতাড়িত করছি।সীমান্ত থেকে ফিরত পাঠিয়েছি। মানবিক দিক বিবেচনা করে সরকারকে তাদের পাশে দাড়াতে আহবান জানান। বক্তাগন মুসলিম নির্যাতন বন্ধে জাতি সংঘের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বরুনা মাদরাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ফোনে সার্বিক নির্দেশনা দিয়ে প্রোগ্রামে একাত্ততা পোষন করে বলেন সরকরকে মুসলমানদের নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলেন।