সিলেটশুক্রবার , ২ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাগণহত্যা বন্ধে সিলেটের সর্বদলীয় নেতারা এককাতারে

Ruhul Amin
ডিসেম্বর ২, ২০১৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

15241752_1763891347204406_8386937820531494656_nসিলেট রিপোর্ট: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর রাষ্ট্রিয় সন্ত্রাস বন্ধের জন্য এবং আর্ন্তজাতিক সম্প্রদায়কে কার্যকর ভ’মিকা পালনে বাধ্যকরতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমানরা। ২ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে জাতীয় ইমাম সমিতি আয়োজিত সমাবেশে সর্বদলীয় নেতারা এই আহবান জানান। ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয়তাবাদী দল বিএনপি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস,ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মিয়ানমার থেকে আগত নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি মানবিক আচরনের জন্য বাঙলাদেশ সরকারের প্রতিআহবান জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব বদর উদ্দীন আহমদ কামরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রয়ি যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর আওয়ামীলীগের সেক্রেটারী আসাদ উদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটিকর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মনসুরুল হাসান রায়পুরী,সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সেক্রেটারী মাওলানা সৈয়দ শামিম আহমদ, জেলা সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, জাতীয় পার্টির নেতা আব্দুল হাই কাইয়ুম, জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম, মজলিস নেতা আব্দুল হান্নান তাপাদার, কেএম আব্দুল্লাহ, আলহ্জ্বা এমরান আলম,মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর, মাওলানা আসলাম রহমানী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সৈয়দ উবায়দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সবাই মুসলমমান তাই রোহিঙ্গাদের পাশে দাড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। মানবতার কল্যানে আমরা সবাই আজ ঐক্যবদ্ধ । সাবেক মেয়র কামরান মাননীয় প্রধানমন্ত্রীকে মিয়ানমারের মনিযার্তিত মুসলমানদের পক্ষে জাতিসংঘ ও ওআইসি চাপ দিতে অনুরোধ জানান।

মাদানী ছাত্র কাফেলার বিক্ষোভ মিছিল:
এদিকে,মিয়ানমারে গণহত্যাবন্ধের দাবীতে শুক্রবার বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামেমসজিদের সামন থেকে মাদানী ছাত্র কাফেলা সিলেটের উদ্দোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে অনুষ্ঠিতব্য সমাবেশে মিলিত হয়। মাদানী কাফেলা বাঙরাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী,সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আবু খায়ের, ছাত্র কাফেলার আহবায়ক মাওলানা আব্দুস সালাম,সদস্য সচিব শাখাওয়াত শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।15337600_1763897017203839_3187059826834495732_n15202742_1763897163870491_5400076330051464255_n15338814_1763891440537730_7566973140348219179_n