সিলেটবুধবার , ৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অন্তিম শয়ানে মাওলানা সৈয়দ মুতিউর রহমান

Ruhul Amin
ডিসেম্বর ৭, ২০১৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রেজওয়ান আহমদ,সিলেট রিপোর্ট: অন্তিম শয়ানে সমাহিত হলেন হাজারো আলেম উলামার উস্তাদ, ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের জামিয়া হাফিজিয়া হোসাইনিয়া আরাবিয়ার দীর্ঘ দিনের মুহতামিম মাওলানা হাফিজ সৈয়দ মুতিউর রহমান । বুধবার বাদ জোহর বিপুল সংখ্যক আলেম উলামা,তৌহিদী জনতার উপস্থিতিতে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা জিয়া উদ্দীন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্যযে, মঙ্গলবার দিবাগত রাত ১:৪৫ মিনিটে সিলেট মাউন্ট এডোরা ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। আজ বুধবার বিকাল ২ ঘটিকায় জামিয়া হাফিজিয়া হোসাইনিয়া আরাবিয়া সৈয়দপুর মাদরাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র রেখে যান।
মরহুম মুহতামিম (র) এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সম্পর্কে সিলেট রিপোর্ট সম্পাদক ও সৈয়দপুর জামেয়ার সাবেক ছাত্র মাওলানা রুহুল আমীন নগরী জানান, ১৯৪১ ঐতিহ্যবাহি সৈয়দপুরের এক অভিজাত দ্বীনদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সি আনজব আলী। বাড়ীর মক্তব অত:পর সৈয়দপুর হাফিজিয়া মাদরাসায় ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে চলে যান ঢাকা উত্তর রানাপিং হোসাইনিয়া মাদরাসায় গিয়ে ভর্তি হন। সেখানে ১ বছর অধ্যয়নের পরে চলে যান দারুল উলম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায়। সেখানে মখতাসা জামাত থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত লেখাপড়া করেন। জানা গেছে, ১৩৮৯ হিজরী সনে তিনি দাওরায়ে হাদীস পরীক্ষায় প্রথমই বিভাগে উত্তীর্ণ হন। কর্মজীবনে ১৩৯০ হিজরীতে জামেয়া সৈয়দপুরে যোগদান করেন। ১৩৯৬ হিজরীতে নাজিমে তালিমাতের দায়িত্ব পেয়ে ৬ বছর সে দায়িত্ব পালন করার পরে নায়বে মুহতামিম হিসেবে একবছর দায়িত্ব পালন করেন। এরপর থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ২৮ বছর তিনি মুহতামিমের দায়িত্ব পালন করেন। ১৩৯১ হিজরীতে খলিফায়ে মাদানী হযরত শায়খ লুৎফুর রহমান র্বনভী (র)-এর নিকট বায়আত গ্রহন করেন।

শোক প্রকাশ:
মাওলানা সৈয়দ মুতিউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোযাইব আহমদ, সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, সৈয়দপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ,  সৈয়দপুর জামেয়ার সাবেক শিক্ষক লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ জিয়াউল ইসলাম,  জামেয়া গহরপুরের শিক্ষক হাফিজ মাওলানা সৈয়দ শিব্বির আহমদ, মাদানী কাফেলা বাংলাদেশ এর সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।