সিলেটবুধবার , ৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভিসা পেলেন মিশরীয় সেই নারী

Ruhul Amin
ডিসেম্বর ৭, ২০১৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
অবশেষে বিশ্বের স্থূলকায় নারীর চিকিত্‍‌সার জন্য ভিসা দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ভারত। জানা গেছে, ৩৬ বছরের মিশরীয় ওই নারী ভারতে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে তার চিকিত্সক টুইটারের এ ঘটনা জানালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভিসা দেওয়ার আশ্বাস দেন।

সোমবার মুম্বাইয়ের চিকিত্সক মুফি লাখদাওয়ালা সুষমা স্বরাজকে টুইটারে ইমান আহমেদ নামের মিশরীয় ওই নারীর কথা জানান। সেই দিনই মন্ত্রী তার আবেদনের উত্তর দেন। বর্তমানে কিডনির সমস্যা নিয়ে মন্ত্রী সুষমা স্বরাজও হাসপাতালে চিকিত্সা্ধীন।

প্রসঙ্গত, ৩৬ বছরের ইমানের ওজন বর্তমানে ৫০০ কিলোগ্রাম। আর এই ওজনের জন্য গত ২৫ বছর ধরে তিনি সজ্জাসায়ী এবং গৃহবন্দী হয়ে রয়েছেন। দিনের পর দিন ইমান যে রোগে ভুগছেন সেটির নাম এলিফেন্টটিয়েসিস। এই রোগের কারণে মানব শরীরে পানি জমতে শুরু করে। জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়তে শুরু করে। মাত্র ১১ বছর বয়সে অসুস্থতার কারণে তাকে স্কুল ছাড়তে হয়। সেই থেকেই ইমান গৃহবন্দী হয়ে পড়েন। সূত্র: এই সময়।