সিলেটশনিবার , ১০ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইতালির এমপিকন্যার ইসলাম গ্রহণে তোলপাড়

Ruhul Amin
ডিসেম্বর ১০, ২০১৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ইতালির সাবেক এমপিকন্যার ইসলাম কবুল নিয়ে ইউরোপজুড়ে চলছে ব্যাপক তোলপাড়। গোটা ইউরোপে ইসলাম আতঙ্ক ছড়ানো হলেও সেখানে ইসলাম কবুলের হার কমেনি। সম্প্রতি ইউরোপে মানুষের ইসলাম সর্ম্পকে জানার আগ্রহ বেড়েছে। বাড়ছে নওমুসলিমের সংখ্যাও।

এরই অনন্য নজির- ইতালির সাবেক এমপি ফ্রাংকো বারবাতোর মেয়ের ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণের পর ইসলামের অনুশাসন মেনে তিনি এখন পূর্ণাঙ্গ ধর্মপ্রাণ মুসলিম হিজাবি নারী। তিনি খৃস্টধর্ম থেকে ইসলাম কবুল করেছেন। ম্যানুয়েলা ফ্রাংকো বারবাতো নামের ওই তরুণীর নতুন নাম আয়েশা।

ম্যানুয়েলার এই ইসলাম গ্রহণের ঘটনা এখন ইতালিতে আলোচনার বিষয়। শুধু ইতালিতেই নয়, গোটা ইউরোপেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। খৃস্টান উগ্রপন্থীরা কঠোরভাবে সমালোচনা করছেন তার। সমালোচনা থেকে রক্ষা পাচ্ছেন না নওমুসলিম ওই তরুণীর বাবাও।

ফ্রাংকো বারবাতোকে হাফিংটন পোস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনার মেয়ে তো মুসলমান হয়ে গেল, এখন আপনার কেমন লাগছে?

তার উত্তর ছিল, ‘শুধু খারাপ না, খুবই খারাপ লাগছে। কারণ, এটি একটি অত্যন্ত কঠোর ধর্ম, খুবই চরমপন্থী, একদম সেকেলে! এই ধর্মটি মৌলবাদী। আমার মেয়ে আমার সঙ্গে থাকা অবস্থায় আমি নিজে দেখেছি। প্রতিদিন দেখেছি নামাজের সময় হলে সে সন্তানের কথাও ভুলে যায়! এজন্য আমি তার প্রতি রাগ করতাম। সে যা নিজের জন্য পছন্দ করেছে, আমি তাতে খুবই ব্যথিত।’

আয়েশা ইসলাম কবুল করতে পেরে খুবই আনন্দিত ও সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমার আত্মার শুদ্ধির জন্য আমি গর্বিত। এসব আল্লাহর নিয়ম, আমার অভিযোগ করার কী আছে?’

নিজের হিজাব পরিধান নিয়ে চারপাশের মন্তব্যের জবাবে আয়েশা বলেন, ‘হিজাব আমার জীবনের অংশ, যা আল্লাহ আমার জন্য পছন্দ করে দিয়েছেন।’

আয়েশা আগে বাবার সঙ্গে থাকলেও প্রকাশ্যে ইসলাম কবুলের ঘোষণা দেওয়ার পর তার স্বামীকে নিয়ে ইনডিয়ায় চলে গেছেন। সেখানে একটি ইউনিভারসিটিতে গ্র্যাজুয়েশন করছেন। বিবাহিত জীবনে তার দুই শিশু সন্তান রয়েছে।

ইতালির সরকারি সংস্থার হিসেবে দেশটিতে বছরে নওমুসলিমের সংখ্যা প্রায় বিশ হাজার। সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন। ইতালির এই চিত্র প্রমাণ করে, ইউরোপে ক্রমবর্ধমান ধর্ম হিসাবে ইসলামের প্রসার ঘটছে।– সূত্র : হাফিংটন পোস্ট/টোটালবাংলা