সিলেটরবিবার , ১১ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বার্মায় গণহত্যা বন্ধে সুনামগঞ্জে খেলোয়াড়দের মানববন্ধন

Ruhul Amin
ডিসেম্বর ১১, ২০১৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সুনামগঞ্জ জেলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের উদ্দোগে বার্মায় মানবতাবিরুধী মুসলিম হত্যাকান্ড বন্ধের দাবীতে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধনের অায়োজন করা হয় গতকাল। বাংলাদেশ জুনিয়র দ্বৈত Badminton Ranking 2016 তৃতীয় স্থান অধিকারী খেলোয়াড় অাম্মার অাহমদের পরিচালনায়  উক্ত মানববন্ধনে সুনামগঞ্জ জেলা ব্যাডমিন্টন খেলোয়াড়দের পক্ষথেকে নিম্ন দাবীগুলো উপস্থাপন করেন মাওলানা রেজওয়ান অাহমদ :
১ম  :- অবিলম্বে বার্মায় মানবতাবিরুধী মুসলিম হত্যাকান্ড বন্ধ করতে হবে।
২য় :- মানবতাবিরুধী অপরাধের অাইনে সূচী ও বৌদ্ধ সন্ত্রাসীদের বিচার জাতীসঙ্গের কাছে দাবী।
৩য়:- বার্মার দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবী।
৪র্থ :- বাংলাদেশে অাগত বার্মার মুসলমানদের অাশ্রয় শিবির স্থাপন ও তাদের সর্ব নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবী।
৫ম :- বাংলাদেশে অাগত বার্মার মুসলমাদের সাহায্যে এগিয়ে অাসতে সুনামগঞ্জবাসীকে অাহবান করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সামিউল, শামিম, অারিফ,অাদিল,হৃদয়,অাব্দুল, ইমাদ,জুবের, শামিম, রিপন, সাদী,তিহিন,সুহেল,অানাস,স্বরণ,সৃজন,মুশতাক,মাহদী,সাগর,অয়ন,সাকিব প্রমুখ খেলোয়াড়গণ।