সিলেটবুধবার , ১৪ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোদির দুর্নীতির তথ্য আছে আমার কাছে

Ruhul Amin
ডিসেম্বর ১৪, ২০১৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোট:  ভারতের কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক ব্যক্তিগত দুর্নীতির তথ্য রয়েছে তার কাছে। তথ্য ফাঁসের ভয়েই সরকার তাকে সংসদে কথা বলতে দেয়া হচ্ছে না। এই প্রথম ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ১৬টি বিরোধী দলকে পাশে নিয়ে কংগ্রেস সহ-সভাপতি বুধবার দেশটির সংসদের বাইরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

রাহুল বলেন, ‘আমার প্রত্যেকটি শব্দ মন দিয়ে শুনুন। আমাদের কাছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতির তথ্য রয়েছে। সেই তথ্যই আমরা সংসদে তুলে ধরতে চাই। সরকার ভয় পেয়েছে। সেই কারণেই আমাদের বলতে দেয়া হচ্ছে না।’

দুর্নীতির কি ধরনের তথ্য আছে- এই ব্যাপারে প্রশ্ন করা হলে রাহুল তা প্রকাশ করতে রাজি হননি। সংসদে গিয়েই তিনি এসব বিষয়ে বিস্তারিত বলবেন বলে জানান।

‘আমেথির জনগণ তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করেছে। তাই এই বিষয় নিয়ে সংসদই কথা বলার সঠিক জায়গা।’

রাহুল গান্ধী বলেন, ‘প্রত্যেকটি বিরোধী দলই সংসদে নোট বাতিল ইস্যুতে আলোচনা চাইছে। কিন্তু সরকার আলোচনায় রাজি নয়। আমি আগেই বলেছি যে প্রধানমন্ত্রী নিজেই চান না যে আমি লোকসভায় মুখ খুলি। এর ফলে দেশের কোটি কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মোদি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাই সংসদ থেকে তিনি এড়িয়ে যেতে পারেন না।’

‘গত এক মাস ধরে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছেন বিরোধীরা, কিন্তু তিনি কিছুতেই সংসদে কথা বলছেন না। প্রধানমন্ত্রী পপ কনসার্টে গিয়ে কথা বলতে পারছেন, কিন্তু সংসদে কিছুতেই মুখ খুলছেন না।’

নরেন্দ্র মোদির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি। দলটির মুখপাত্র জিভিএল নরসিমহা রাও বলেছেন, রাহুল গান্ধী নিজেই নিজেকে হাসিরপাত্র করে তুলছেন। তার দল কংগ্রেসই সংসদের অচলাবস্থার জন্য দায়ী।’

সূত্র: ডেকান ক্রনিক্যাল ও আনন্দবাজার পত্রিকা