সিলেটশনিবার , ১৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জের সুলতানপুরে ওয়াজ মাহফিল নিয়ে দু’পক্ষে উত্তেজনা

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে একই তারিখে (১৭ ডিসেম্বর)  দুই পক্ষের ওয়াজ মাহফিলের আয়োজন কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায় সুলতানপুরের মন্টু মিয়া দক্ষিন সুলতানপুর ব্যানারে ওয়াজের আয়োজন করেন। কিন্তু পাশাপাশি মৌলানা খসরু মিয়া ও তার সহযোগীরা উত্তরপাড়ার ব্যানারে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এ নিয়ে এলাকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একে অপরের আয়োজনকে নিয়ে পাল্টা অভিযোগ তুলেন।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক প্রবীন ব্যক্তি জানান, এক চক্র গ্রামের নাম বদলাবার চেষ্টা করছে তাই এটা গ্রামবাসী মেনে নিচ্ছেন না। এ নিয়ে সংঘর্ষ এড়াতে উত্তর পাড়ার পক্ষে মাওলানা খছরু মিয়া ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।