সিলেটশনিবার , ১৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেফাক বনাম ‘জাতীয় বেফাক’ জনমনে নানা প্রশ্ন

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মাওলানা ফরীদ উদ্দীন মাসর্ঊদের নেতৃত্বে রাজধানীর আফতাবনগরের এদারাতু|ল মাআরিফের সভাকক্ষে সদ্যপ্রতিষ্ঠিত ‘বাংলাদেশ কওমি মাদরাসা দ্বীনী শিক্ষা বোর্ড তথা ‘জাতীয় বেফাক’ এক জরুরি সভায় শনিবার দুপুরে আহবান করা হয়েছে। জানা যায়, সারা দেশে থেকে জাতীয় বেফাকের প্রতিনিধিরা ইতোমধ্যেই ঢাকায় এসে অবস্থান নিয়েছেন। মুফতি মুহাম্মাদ আলী প্রতিষ্ঠিত জামিআ এদারাতুল উলূমে শনিবার জরুরি কিছু সিদ্ধান্ত হওয়া কথা রয়েছে। সূত্র জানিয়েছে, মাদরাসা অন্তর্ভুক্তি, পরীক্ষা ও কী নীতিমালা হবে – এই নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, মাওলানা ফরিদ মাসউদের এই ‘জাতীয় বেফাক’ এবং আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন ‘বেফাক’ এর মধ্যে কিছু গোজামিল আছে নাকি? মাওলানা ফরিদ মাসউদ আল্লামা শফীর বেফাকে আছেন নাকি তিনি স্বতন্ত্র বেফাকে ? গত ১০ ডিসেম্বরের হাটহাজারীতে অনুষ্ঠিত বিবিন্ন বোর্ড প্রতিনিধিদের সভায় মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের উপস্থিতির ফলে ঐক্যের বন্ধন সুদৃঢ় হলো নাকি বিশেষ মহল লাভবান হলো? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আল্লামা শফীর সাথে বৈঠকের পরে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার ঝড়উঠে। একটি জাতীয় দৈনিকে এনিয়ে র্তীযক রিপোর্ট করায় নানা মন্তব্যও হয় সামাজিক জনপ্রিয় সাইটে। অপর দিকে আজকের বৈঠকে মাওলানা ফরিদ মাসউদ ‘জতীয় বেফাক’ বিলুপ্ত করকেন নাকি আল্লামা শফীর বেফাকে থাকবেন এবিষয়ে চুড়ান্ত আলোচনা হতে পারে বলে সিলেট রিপোর্টকে একটি সুত্র নিশ্চিত করেছে।