সিলেটসোমবার , ১৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে

Ruhul Amin
ডিসেম্বর ১৯, ২০১৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আ.ন.ম শফিকুল হক বলেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের কাছে আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ রাখতে হবে। এজন্যে তরুণ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে, এ নিয়ে অধ্যয়ন করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষিত হবে। বিজয় আমাদের অহংকার। যদি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান না করি তাহলে জাতি হিসেবে কখনো সম্মান পাবো না। তাই তাদের ত্যাগকে স্মরণীয় করে রাখতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সংবর্ধনা অনুষ্ঠান, বিজয়ের কবিতা পাঠের আসর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবনে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর। আলোচনায় অংশ নেন, বিশিষ্ট ক্রীড়া লেখক আলী আশরাফ চৌধুরী খালেদ, গল্পকার সেলিম আউয়াল, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল।

সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় লোকমান আহমদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে কবিতা পাঠ করেন, বিমল কর, মো: আব্দুল হক, সুফিয়া জমির ডেইজী, প্রভাষক শাহ মিজান, ব্যাংকার আহমদ শামসুদ্দিন, আমিনা শহিদ চৌধুরী মান্না, কামাল আহমদ, এইচ এম আলমগীর, শাহ সরোয়ার আলী, আবু সুফিয়ান সুফি, আমীর হোসাইনী, মাহমুদ শিকদার, তপন দেবনাথ, রাফীদ চৌধুরী প্রমুখ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশন করেন গীতিকার বাহা উদ্দিন বাহার।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।