সিলেটসোমবার , ১৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত

Ruhul Amin
ডিসেম্বর ১৯, ২০১৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১২তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি আলীয়া মাদ্রাসা ও ৭টি কওমী মাদ্রাসার ৮ম শ্রেণী সমমানের ২শ ৪৯জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছাত্র ১৪১জন ও ছাত্রী ১০৮জন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, অভিভাবক এলাকার গণ্যমান্য মুিরুব্বীয়ান উপস্থিত ছিলেন। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, ট্রাস্টী বোর্ডের সদস্য হলিয়ারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহেদ, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার জনাব মো: সালেহ আহমদ ও সৈয়দপুর আইডিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল গফুর, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর,। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাজহারুল ইসলাম, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা ওলিউর রহমান, রানীগঞ্জ আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল কাদির, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নূর, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল মিয়া, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, জয়দা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা লোকমান আহমদ, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশিকুর রহমান, শাহারপাড়া শাহ কামাল ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আইয়ুব আলী, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমরান আলী, বাউধরন দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যে, ২০০৫ সালে উপজেলার সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল কর্তৃক তার মাতার নামে ‘হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’ গঠন করে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রাপ্দদের মধ্যে নগদ অর্থ ও সনদ বিতরন করে আসছেন।