সিলেটরবিবার , ২৫ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার সামরিক বিমান ‘নিখোঁজ’

Ruhul Amin
ডিসেম্বর ২৫, ২০১৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

bomanডেস্ক রিপোর্ট :

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান ৯১ জন আরোহী নিয়ে ‘নিখোঁজ’ হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহর সোচি থেকে উড্ডয়নের পর এটি রাডারে আর পাওয়া যায়নি।

রাশিয়ার সরকারের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম রিয়া নভোস্তিকে জানান, বিমানটিতে ৮৩ যাত্রী ও আটজন ক্রু ছিলেন। কৃষ্ণসাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, সামরিক বাহিনীর লোকজন, সশস্ত্র বাহিনীর সঙ্গীতশিল্পীরা ছিলেন।

রোববার এ বিষয়ে সরকারের একটি সূত্র জানায়, ‘প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যমতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তু-১৫৪ বিমানটি সোচি থেকে উড্ডয়নের পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।’

প্রাথবিকভাবে জানা গেছে, নিখোঁজ বিমানটি সিরিয়ার লাটাকিয়ার দিকে যাচ্ছিল।

সূত্র জানায়, ‘উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে এটি উড্ডয়ন করেছিল।’ ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।