সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে শূন্য ভোটে ১২ প্রার্থী

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ জেলা পরিষদের ১৪টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪টি ওয়ার্ডের মধ্যে ১৩নং ওয়ার্ডে ফরিদ আহমেদ তালুকদার (অটোরিক্সা) ও মোঃ মামুনুর রশীদ (তালা) প্রতিক নিয়ে সমান সংখ্যক ভোট পাওয়ায় সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারী অনুষ্ঠিত হয়। লটারিতে ফরিদ আহমেদ তালুকদারের নাম উঠলে জেলা প্রশাসক সাবিনা আলম তাকে নির্বাচিত ঘোষণা করেন।
এ নির্বাচনে ১২ প্রার্থী কোন ভোট পাননি। অর্থাৎ তাদের প্রাপ্ত ভোট সংখ্যা শূন্য। এতে বোঝা যাচ্ছে প্রস্তাবকারী ও সমর্থনকারীরাও ওই প্রার্থীদের ভোট দেননি। নির্বাচনে যেসব প্রার্থী কোন ভোট পাননি তারা হলেন- ২নং ওয়ার্ডের আব্দুল হালীম (বৈদ্যুতিক পাখা), মোঃ মুজিবুর রহমান (উঠপাখি), মোঃ শাহাব উদ্দিন (ঘুড়ি), ৪নং ওয়ার্ডে নুরুল আমিন পাঠান ফুল (তালা), ৫নং ওয়ার্ডে আজিজুল হক চৌধুরী (বৈদ্যুতিক পাখা), আব্দুল মুহিত (উঠপাখি), ৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ফিরোজ আলী মিয়া (হাতি), ৮নং ওয়ার্ডে মোঃ জহিরুল ইসলাম সেলিম (ঘুড়ি), ৯নং ওয়ার্ডে ছফিল মিয়া (উঠপাখি), ১১নং ওয়ার্ডে কাউছার আহমেদ (তালা), ১৪নং ওয়ার্ডে আজিজ মিয়া (বেহালা) ও মোঃ শফিউল আলম ফরহাদ (তালা)।
নির্বাচনে শতভাগ ভোট কাস্টিং হয়। ৩৫টি ভোট বাতিল হয়।
প্রসঙ্গত, হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ইতোপূর্বে বর্তমান প্রশাসক ডা: মুশফিক হুসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।