সিলেটরবিবার , ১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টকশোতে বিচার বিভাগ নিয়ে অপব্যাখা করা হচ্ছে: প্রধান বিচারপতি

Ruhul Amin
জানুয়ারি ১, ২০১৭ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন কিছু কিছু মিডিয়ায় কিছু বুদ্ধিজীবি টকশোর নামে বিচার বিভাগ নিয়ে অপব্যাখা করছেন। তা না করার আহবান জানান তিনি।

মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালত নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

মৌলভীবাজারে রবিবার দুপুরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ৪তলা বিশিষ্ঠ নবনির্মিত চীফ জুডিসিয়াল আদালত ভবনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফলক উন্মোচন শেষে পৌর জনমিলন কেন্দ্রে জেলা ও দায়রা জজ মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি ,পরিকল্পনা মন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন  আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল।

প্রায় ২৭ লক্ষ টাকা ব্যায়ে গনপূর্ত বিভাগ ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনটি নির্মান করেছে।

অনুষ্টানে প্রধান অতিথি এস কে সিনহা বলেন, কিছু মিডিয়ায় বুদ্ধিজীবিরা টকশোতে বিচার বিভাগ সংক্রান্ত অপব্যাখ্যা  করেন । তা বন্ধ করার  আহবান জানান তিনি।