সিলেটরবিবার , ১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের প্রস্তুতি খালেদার

Ruhul Amin
জানুয়ারি ১, ২০১৭ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ বাঁচাতে আন্দোলন করা হবে। সময় মতো এই ডাক আসবে জানিয়ে তিনি এজন্য তৈরি থাকতে বিএনপির পাশাপাশি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেন।

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।

প্রায় এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গুম-খুনের  অভিযোগ করে বক্তব্য দেন।

খালেদা জিয়া বলেন, ‘আজকে কত লোক বেকার হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে। বিদেশে আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে।  মিডল ইস্টে আমাদের লোক নিচ্ছে না। মালয়েশিয়ায় লোক দিচ্ছে না। এক্সপোর্ট কমে গেছে। এই দেশ থেকে কেউ পণ্য কিনতে রাজি হচ্ছে না।’

বিএনপি নেত্রী বলেন, ‘আমরা দেশকে ধ্বংস হতে দিতে পারি না। এই সরকার ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু তারা চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না।’

খালেদা জিয়া বলেন, ‘দেশকে রক্ষার জন্য আন্দোলন করতে হবে। তবে এখন বলবো না, সময় মতো বলবো।’ তিনি বলেন, ‘দলকে সুন্দর করে গুছিয়ে যারা নেতৃত্বে থাকার যোগ্য তাদেরকে নেতৃত্বে এনে বিএনপি আবার ক্ষমতায় ফিরবে।’

বর্তমান সরকার ব্যাপক দুর্নীতি করে ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। বলেন, উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হচ্ছে। পদ্মা সেতু আদৌ হবে কি না সে সংশয়ের কথাও জানান তিনি।

বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে নাশকতার জন্য পুলিশকে অভিযুক্ত করেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের আগুন দেয়ার ভিডিও প্রকাশকে এর প্রমাণ হিসেবে দেখান। তিনি বলেন, ‘এখানে সাঁওতাল পল্লীতে আগুন দিয়েছে কারা? পুলিশ, পুলিশ পুলিশ। এই পুলিশ কাদের নিয়ন্ত্রণে? এই সরকারের নিয়ন্ত্রণে না? …তার মানে আমাদের আন্দোলনের সময়ও এরা একই কাজ করেছে। আমাদের আন্দোলন দমন করার জন্য নানাভাবে মানুষকে ধোঁকা দিয়েছে। পুলিশ মানুষকে হত্যা করছে।’

ছাত্রদল নেতাকর্মীদের তিনি বলেন, ‘তোমাদেরকেও প্রত্যেককে বলতে হবে আমাদের আন্দোলনের সময় ছাত্রলীগকে সাথে নিয়ে বা যুবলীগকে সাথে নিয়ে গাড়ির মধ্যে আগুন দেয়া হয়েছে বা এখানে বোমা মারা হয়েছে। পেট্রল বোমা মারা হয়েছে। এটা কারা করেছে? আওয়ামী লীগ করেছে, আমরা এটা করি নাই।’

বর্তমান সরকারের আমলে প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘সরকার কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’

বিদেশি গোয়েন্দায় দেশ ভরে গেছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘এখানে গোয়েন্দা, গোয়েন্দা, গোয়েন্দা, বাংলাদেশে গোয়েন্দা কত আছে, আর অন্য দেশের গোয়েন্দা কত আছে সেটাও আজ জাতির কাছে প্রশ্ন। জানা দরকার, কেন বাংলাদেশে অন্য কোনো দেশের গোয়েন্দা থাকবে? এটা থাকতে পারে না, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশকে নিয়ে যা ইচ্ছা তাই আমরা করতে পারি না, করতে দিতে পারি না।’

পুলিশ বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ধরে নিয়ে গুলি করছে অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, ‘এই পুলিশ বাঙালি না। বাঙালি হলে তারা এভাবে গুলি করতে পারতো না।’

বিএনপি আজীবন টিকে থাকবে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দেশবাসী মাফ করবে না। আল্লাহ তায়ালাও মাফ করবে না।’

গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা নিয়েও কথা বলেন বিএনপি নেত্রী। বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন বছরে খবরের কাগজে হয়তো একটু ভালো খবর দেখবো। কিন্তু আমরা নতুন বছরে খবরের কাগজ খুলেই দেখলাম রংপুরে হত্যা হলো।’

খালেদা জিয়া বলেন, ‘আমি বিএনপি কি আওয়ামী লীগ বুঝি না। আমি বুঝি হত্যা বন্ধ করতে হবে। তারা সবাই মানুষ। এ জন্য আমরা তাই বলছি।’

সরকার দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চায় এমন দাবি করে তিনি বলেন,‘এজন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এত শহীদ রক্ত দিল কেন? তাদের রক্ত কি বৃথা যাবে? শহীদের রক্ত বৃথা যেতে পারে না।’

খালেদা জিয়া বলেন, ‘বিএনপির গন্ধ পেলে কারও চাকরি হয় না। কিন্তু আওয়ামী লীগ হলে লিখিত, মৌখিক পরীক্ষায় না টিকলেও চাকরি হয়। কিন্তু এরা জাতিকে কিছুই দিতে পারবে না।’

দেশের অবস্থা খুব খারাপ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিনিয়ত খুন-গুম হচ্ছে। কোনোটারই বিচার হয় না। তদন্ত হয়, কিন্তু তদন্ত রিপোর্ট প্রকাশ হয় না।’

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, ‘সাঁওতালদের বাড়িতে আগুন দিয়েছিল পুলিশ, যা সাংবাদিকরা তুলে ধরেছে। এতে বোঝা যায়, বিএনপির আন্দোলনের সময়ও তারা এমন করেছে।’

দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির  চেয়ারপারসন বলেন, ‘বিদেশিরা আমাদের দেশ থেকে শ্রমিক নিচ্ছে না। রেমিটেন্স কমে গেছে।’

বিএনপিকে ভাঙনের ষড়যন্ত্র হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন,‘কিন্তু তারা পারেনি। আমি বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছিলাম। বিএনপি আবারও ক্ষমতায় আসবে। অহেতুক বলতে চাই না। দল গুছিয়ে সময়মতো আন্দোলন হবে। দলে কোনো গ্রুপিং, লবিং থাকবে না।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘স্লোগান দিলে হবে না যে, খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়িনি। আমি এটা বিশ্বাস করি না। তোমরা কেন, তখন দলের নেতারাও ছিলেন না।’

বর্তমান সরকারকে খুনি ও লুটেরা আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এরা বিনাভোটে ক্ষমতায় এসে আর যেতে চায় না। ফেবিকলের মতো চেয়ারে বসে আছে। মনে হয় বসছে আর উঠবে না। আওয়ামী লীগের লোকজন সন্ত্রাস করছে। মানুষ হত্যা করছে। তারা পুলিশকে, শিক্ষকদের ইনসাল্ট করছে।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ আহ্বান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেন খালেদা জিয়া। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা এই প্রস্তাব পড়েছে কি না জানতে চান তিনি। বলেন,তোমরা এসব পড়বা না তাহলে কেন ছাত্রদল, যুবদল করো।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে হুসেইন মুহম্মদ এরশাদের দেয়া বক্তব্যের কথা উল্লেখ করে খালেদা বলেন, ‘সে বলে আমি খুন করিনি। সে খুনি। এখন সব খুনি এক জায়গায় জুটেছে। এখনও কাকুতি মিনতি করছে, আবারও রাষ্ট্রপতি হবে। তাহলে এখন তো দেশ জাহান্নামে গেছেই, বাকিটাও শেষ হয়ে যাবে।’

ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড.মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।