সিলেটরবিবার , ১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানব কল্যাণে আস সীরাহ ফাউন্ডেশন

Ruhul Amin
জানুয়ারি ১, ২০১৭ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মানবতার কল্যাণে নিয়োজিত ‘আস সীরাহ ফাউন্ডেশন’ সিলেট সদ্যসমাপ্ত সিলেট জেলা ইজতেমায় আগত মুসল্লীদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিকস পরীক্ষা কেন্দ্র চালু করে ফ্রী সেবা প্রদান করা হয়। আস সীরাহ’র সিলেট জেলা সভাপতি আবু বকর সিদ্দীক জানান, ইজতেমার মাঠে ৩ দিনে প্রায় একহাজার লোক ব্লাডপ্র“প টেষ্ট করান। ২০১৪ সালের ডিসেম্বরে সিলেটে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। মাওলানা খায়রুল হাসান আনহার সহ ৭ জন যুবকের প্রষ্টোয় অরাাজনৈতিক এই সংগঠনের আত্মপ্রকাশ। মানবকল্যাণে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে ইজতেমায় সেবা কেন্দ্র পরিচালনা পরির্দশন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।  তাদের মধ্যে রয়েছেন জামিয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরের শিক্ষাসচিব মাওলানা নুর উদ্দীন ছোটদেশী, জামিয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জাতীয় ইমাম সমিতির সিলেটের মাওলানা আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা মাওলানা সদরুল আমীন, সিলেট রিপোর্ট এর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন নির্বাচনে সাবেক চেয়ারম্যান মুফতি জাকারিয়া খান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সাইফুর রহমান, সিলেট মহানগর মাদানী কাফেলার আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজি, মাওলানা ইমাদ উদ্দীন সালিম, মাওলানা আব্দুল হামীদ খান, সাংবাদিক এম আবু বকর সাদী প্রমুখ। ক্যাম্প পরিচালনায় ছিলেন আবু বকর সিদ্দিক, মানসূর বিন সালেহ, আব্দুল করিম হেলালী,  জাফর ইকবাল, আনসারুল হক, এজাজ আহমদ, সিরাজ হায়দার, বাসিক আফতাব, ইকবাল হোসাইন আবেল প্রমুখ।15841305_760869090748857_269338718_n

assirah-s