সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিয়ার, মদের নেশায় প্রবাসীদের বর্ষবরণ !

Ruhul Amin
জানুয়ারি ২, ২০১৭ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: থার্টিফার্স্টে সিলেট মাতিয়েছে ডিজেরা। একাধিক পার্টিতে অংশ নিয়ে তারা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল। তবে সবই ছিল আড়ালে-আবডালে। প্রকাশ্য তেমন কোনো উন্মাদনা না হলেও সিলেটের পরিচিত ডিজে রূপসীদের উন্মাতাল নাচ ও গান মাতিয়ে রেখেছিল আসর। প্রধান আর্কষণে ছিল সিলেটের সেই পরিচিত ডিজে তরুণীরা। মধ্যরাতে আগে ফ্যাশন শো-তে ব্যস্ত ছিল তারা। আর মধ্যরাতের পর নতুন বছরে বাঁধনহারা সব আয়োজনে ভরপুর ছিল সিলেটের ডিজে। এর মধ্যে কেউ কেউ হোটেল ও মোটেলগুলোতে পারিবারিক গণ্ডিতে পার্টি করে শুরু করেছেন বছর। আর এতে যোগ দিয়েছিলেন প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও। থার্টিফার্স্ট নাইটে গেল কয়েক বছর হুলস্থূল ছিল বেশি। আলো-আঁধারী পরিবেশে বিয়ারে চুমু, উন্মাতাল নাচ ছিল প্রধান আকর্ষণ। পাশাপাশি ডিজেরাও মনোরঞ্জনে রাতভর কাটান সময়। এসব কারণে এবার প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই কড়াকড়ি আরোপ ছিল। সবখানেই ছিল প্রশাসনের নজরদারি। এবারের থার্টিফার্স্ট নাইটে তেমন উন্মাদনা নগরবাসীর চোখে পড়েনি। তবে, সিলেটের পাহাড়ি এলাকার রিসোর্ট ও বাংলোবাড়িতে সিলেটের ডিজে গার্লরা থার্টিফাস্ট নাইটকে করে তুলেছিলেন বর্ণময়। সিলেটের বিমানবন্দর এলাকায় প্রবাসীদের উদ্যোগে এক বাংলোবাড়িতে জমকালোভাবে পালন করা হয় থার্টিফাস্ট নাইট। ওই বাংলোয় শুধু সিলেটের ডিজেরাই নয় ঢাকার গার্লরা এসেছিলেন। সন্ধ্যারাত থেকেই চলে প্রস্তুতি। আর মধ্যরাত হতেই বিয়ার ও মদের নেশায় আলো-আঁধারী পরিবেশে শুরু হয় থার্টিফার্স্ট উন্মাদনা। চলে ভোর রাত পর্যন্ত। এরই মধ্যে ডিজেরাও বিয়ার, মদের নেশায় প্রবাসীদের নিয়ে সময় কাটান একান্তে। এভাবে বিমানবন্দর, বালুচর, খাদিম এলাকার কয়েকটি বাংলোবাড়িতে পালন করা হয় থার্টিফার্স্ট। সিলেটের অভিজাত হোটেল রোজভিউতেও থার্টিফার্স্টের আয়োজন ছিল বর্ণিল। ডিজেসহ নাচ ও গানের বর্ণিল আসর সাজানো হয় ওখানে। সিলেটে ডিজে গার্ল শোভাসহ কয়েকজন মাতিয়ে রাখেন আসর। রাত ২টা পর্যন্ত পার্টি হয়। এছাড়া সিলেটের রিভারক্রুজসহ কয়েকটি হোটেলে ডিজে পার্টি, গানের আসরের আয়োজন করে। সিলেটে জিন্দাবাজারে অত্যাধুনিক কয়েকটি রেস্টুরেন্টে থার্টিফার্স্ট উপলক্ষে রাত উপলক্ষে ফ্যাশন শো, ডিজে পার্টি ও ডিনারের আয়োজন করা হয়। ইউথোপিয়া, স্টেট অব সিলেটসহ আরও কয়েকটি রেস্টুরেন্টে ছিল ফ্যাশন আয়োজন। এসব আয়োজনে এসে যোগ দিয়েছিল সিলেটে ডিজে গার্ল শোভা ও মধুরিমা। সিলেটের যুবকদের কাছে অনেক পরিচিত তারা দুজন। ফ্যাশন শোতে তারা বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হন। তাদের সঙ্গে সিলেটের ফ্যশন শো-তে অংশ নেয় আরও অনেক অপরিচিত মুখ। সবার নজর কাড়েন শোভা ও মধুরিমা। এদিকে, মধ্যরাতের আগেই জিন্দাবাজারের আয়োজন শেষ হয়ে যায়। এরপর মধ্যরাতের পর সিলেটের বিভিন্ন ডিজে পার্টিতেও তারা অংশ নেয়। এদিকে, সিলেটের শাহী ঈদগাহ, চৌকিদেখিতে পাড়াভিত্তিক হয়েছে কনসার্ট। এসব কনসার্টে কেবল গান পরিবেশন করা হয়। পুলিশের বিধিনিষেধ আরোপ থাকায় মধ্যরাতের আগেই শেষ করা হয় এসব আয়োজন। থার্টিফার্স্টে নাইটে পুলিশের পক্ষ থেকে আগে থেকেই কড়াকড়ি আরোপ করা হয়। এরপরও সিলেটের বিভিন্ন এলাকায় করা হয় আতশবাজি। সিলেট ক্লাব ও সিলেট স্টেশন ক্লাবেও থার্টিফার্স্ট পালন করা হয়েছে। উন্মাদনা ঠেকাতে সন্ধ্যা থেকে পুলিশের পক্ষ থেকে নগরীরতে কড়াকড়ি আরোপ করা হয়। অভিজাত এলাকাগুলোয় বসানো হয় নিরাপত্তা চৌকি। এছাড়া বাগান এলাকার সবকটি প্রবেশ মুখে পাহারা বসানো হয়। রাত ১১টার দিকে কাজিরবাজার ব্রিজে অবস্থান নিয়েছিলেন তরুণ-তরুণীরা। সোডিয়াম বাতির আলোর পরিবেশে থার্টিফার্স্ট উদযাপনের প্রস্তুত ছিল। কিন্তু সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের ব্রিজ থেকে সরিয়ে দেয়। কাউকেই ব্রিজের ওপর অবস্থান করতে দেয়নি। মহানগর পুলিশের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, থার্টিফার্স্ট উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি ছিল। এ কারণে থার্টিফার্স্টে সিলেটে কোনো অঘটন হয়নি। এছাড়া পুলিশ নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশিও চালায়।
সুত্র-মানব জমিন