সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে সুনামগঞ্জে নিহত ১, আহত ২,রাস্তায় ফাটল

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটসহ সারাদেশে অনুভূত ভূমি কম্পে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্থায় ফাটলসহ ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওযা গেছে। ভূকম্পনের ভয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ২জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত হিরণ মিয়া (৬০) উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা মৃত সুনু মিয়ার ছেলে। আহতরা হলেন পাটলি দারুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র নাজিউর রহমান (১৩)। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। এছাড়াও উপজেলার জগন্নাথপুর গ্রামের রুবা আক্তার (১৬) নামে এক কিশোরী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের ভূ-কম্পনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন হিরণ মিয়া। আহত নাজিউর রহমান মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে আহত হয়, পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। হিরণ মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মির্জা মো. আলী খান।

প্রসঙ্গত, আজ (৩ জানুয়ারী) বেলা ৩-৭ মি: সময় ভুমিকম্প অনুভুত হয়। উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বালায়। ৫.৫মাত্রার ভূমিকম্পে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূ-কম্পনের উৎপত্তিস্থল আম্বালা কমলগঞ্জ উপজেলা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।