সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাগীব আলী ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের তারাপুর চা বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে সাফাই সাক্ষী নেওয়া হবে। অন্যদিকে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় ছয় আসামিদের বিরুদ্ধে ৩ জন সাক্ষ্য দিয়েছেন। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মঙ্গলবার এ সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আত্মসাৎ মামলায় আদালতে ৩ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে স্মারক জালিয়াতি মামলায় সাফাই সাক্ষ্য নেওয়া হবে। তবে মামলার পরবর্তী তারিখ আদালত জানাননি।

এর আগে, গত ৪ ডিসেম্বর আসামিদের আবেদনের প্রেক্ষিতে জালিয়াতি মামলায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একইদিন প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় ছয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ১৪ ডিসেম্বর জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গতবছরের ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

৪২২ দশমিক ৯৬ একর জায়গার উপর তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। নব্বইয়ের দশকে জালিয়াতির মাধ্যমে এটি দখলে নেন রাগীব আলী। এ নিয়ে চলা মামলার প্রেক্ষিতে আদালতে একটি রিট পিটিশনের ভিত্তিতে গতবছরের ১৯ জানুয়ারি তারাপুরে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ। একইসাথে রাগীব আলী গংদের বিরুদ্ধে মামলা দুটিকে সক্রিয় করার নির্দেশনাও দেন। ১০ জুলাই পিবিআই মামলার চার্জশিট দাখিল করে।