সিলেটবুধবার , ৪ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জয়যাত্রায় ফরিদা ইয়াসমিন ও সমারি চাকমা

Ruhul Amin
জানুয়ারি ৪, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পেশাগত জায়গায় নারীর সদর্পে চলার যে প্রত্যয় ২০১৭ তা আরেকধাপ এগিয়ে নিল। জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক পদে এই প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক এবং সুপ্রীমকোর্ট বারে প্রথমবারের মতো চাকমা সম্প্রদায়ের নারী আইনজীবীর জয়যাত্রা দিয়ে শুরু হলো ২০১৭। এই দুই জায়গায় প্রথম জয় করা এ দুই নারী মনে করেন, পেশাগত জায়গায় নিজ দক্ষতায় জায়গা করে নেওয়া এই বিজয় রাজনৈতিকভাবে নারীদের জাগরণে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। প্রেস ক্লাবের ১৭টি পদের মধ্যে ১৪টি পদে জয়লাভ করেছেন শফিক-ফরিদা প্যানেলের প্রার্থীরা। প্রথমবারের মতো কোনও নারী সাধারণ সম্পাদক পেল জাতীয় প্রেসক্লাব।

ফরিদা ইয়াসমিন
এ বিষয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘নারীদের এই পদগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে আসার বিষয়টি অন্য নারীদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। নারীরা পিছিয়ে যাবেন না। বরং তাদের এই আত্মপ্রত্যয় এখন সহজেই জন্ম নেবে, আমরা ইচ্ছে করলে পারি।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, জাতীয় প্রেসক্লাবের মতো সংগঠনগুলোতে পুরুষ আধিপত্য অনেক বেশি, নারীরা এখনও এখানে হাতে গোনা । প্রথম সাধারণ সম্পাদক হিসেবে একজন নারী সরাসরি ভোটে জয়ী হওয়ার অর্থ মানসিকতায় অনেক বদল ঘটেছে।’

সাংবাদিক হিসেবেই নারীদের সাহসী হতে এই জয় সহায়ক হবে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয় করবে। নানা প্রতিকূলতা ডিঙিয়ে এখানে আসতে হয়েছে। সেই যাত্রাটা জয়ে রুপান্তরিত হলে অন্যদের জন্য অনুপ্রেরণার হবে সেটাই স্বাভাবিক। নারীদের মনে রাখতে হবে, আমাদের মানসিক ক্ষমতা অনেক বেশি।’

নারীকে দশভূজা রূপে দেখার আগ্রহ প্রকাশ করে ফরিদা ইয়াসমিন বলেন, ‘নানা পর্যায়ে নারীর এই জয়যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে অবস্থানে পৌঁছেছে নারীর এই নিজ দক্ষতায় এগিয়ে যাওয়া এর পিছনের অন্যতম কারণ।’

এখন পর্যন্ত পাহাড়ে নারী আইনজীবীর সংখ্যা হাতে গোনা। আর চাকমা সম্প্রদায়ে নারী আইনজীবী হিসেবে দক্ষতা ও দুর্দান্ত প্রতাপে কাজ করছেন বিচারিক আদালতে এই দৃশ্য বিরল। সেই পরিবেশ থেকে বের হয়ে এসে সমারি চাকমা গত চার বছর ধরে বিচারিক আদালতে কাজ করছেন। এই নতুন বছরে তিনি সুপ্রীমকোর্ট বার এর পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ায় তিনিই চাকমা সম্প্রদায়ের প্রথম নারী আইনজীবী যিনি পেশাগত জায়গায় এই অর্জন করলেন।
সমারি চাকমা বলেন, ‘পাহাড়ের রাজনীতিটা ভিন্ন। নারী নির্যাতনের ঘটনা পাহাড়ে এক রকম, পাহাড়ে অন্য রকম। এই ভিকটিমদের সহায়তা করার জন্য কেউ আইনি পেশায় কাজ করার কথা তেমন করে ভাবে না। আমি এই জায়গায় কাজ করতে চাই। একইসঙ্গে আমি মনে করি, পাহাড়ের নারীদের সামনে যদি উদাহরণ তৈরি করা যায় তাহলে আগামীতে নারীর জন্য পথ তৈরি হবে এবং আরও অনেকে আইনি পেশাসহ চ্যালেঞ্জিং জায়গায় কাজ করার উদ্যোম পাবেন।’

সমারি চাকমা
সমারি চাকমা হিল উইমেনস ফেডারেশনের একজন সক্রিয় নেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি নানা সামাজিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। সমারি রূপক চাকমা ট্রাস্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির মাধ্যমে লেখাপড়া এগিয়ে নেওয়ার কাজটিও করেন। সমারি চাকমা দীর্ঘদিন ধরে সহযোদ্ধা কল্পনা চাকমার অপহরণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন। পাহাড়ের নারীদের নির্যাতনের ইতিহাস তা আজকের নয় এবং এই ধারাবাহিক নিপীড়নের ‍বিরুদ্ধে সমারি চাকমা বরাবরই সরব।
নারীদের এই অগ্রযাত্রায় শক্তিশালী অবস্থান নারীদেরই নিতে হবে জানিয়ে এই প্রথম এগিয়ে চলা নারীদের অভিননন্দন জানান নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। তিনি  বলেন, ‘নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এটা খুবই আনন্দের এই কারণে যে এইসব উদাহরণ পিছিয়ে পড়াদের জন্য অনুপ্রেরণার।’